শুক্রবার ● ২৭ জুন ২০১৪
প্রথম পাতা » বিশেষ অফার » নোটবুক কিনলেই ফ্রি পতাকা
নোটবুক কিনলেই ফ্রি পতাকা
ডেল নোটবুকের সঙ্গে একটি করে পতাকা উপহার দিচ্ছে কম্পিউটার সোর্স। ‘ব্রাজিল বিশ্বকাপ ২০১৪’ চলাকালে দেশজুড়ে বিস্তৃত আইটি মার্কেটগুলো থেকে কম্পিউটার সোর্স পরিবেশিত ডেলের যে কোনো মডেলের নোটবুক কিনলেই এই উপহার পাবেন ক্রেতারা। ক্রেতারা জার্মানি, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্য থেকে বেছে নিতে পারবেন প্রিয় দলের পতাকা।