বুধবার ● ২৯ জুন ২০১১
প্রথম পাতা » নতুন পণ্য » আসুসের জিপিইউ বুস্ট ফিচারের ২য় প্রজন্মের প্রসেসরের জন্য নতুন মাদারবোর্ড
আসুসের জিপিইউ বুস্ট ফিচারের ২য় প্রজন্মের প্রসেসরের জন্য নতুন মাদারবোর্ড
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত আসুসের পি৮এইচ৬১-এম এলই মডেলের নতুন মাদারবোর্ড। ইন্টেল এইচ৬১ চিপসেটের এই মাদারবোর্ডটি এলজিএ১১৫৫ সকেটের ইন্টেলের ২য় প্রজন্মের প্রসেসরসমূহ কোরআই-৩, কোরআই-৫ ও কোরআই-৭ সমর্থণ করে। জিপিইউ বুস্ট ফিচারের এই মাদারবোর্ডটি ১৬ জিবি ডুয়াল চ্যানেল ডিডিআর-৩ র্যাম, ডাইরেক্টএক্স১০.১, ২.২ টেরাবাইটের অধিক ডেটা ধারনক্ষম হার্ড ডিস্ক সাপোর্ট করে। এছাড়া অত্যাধুনিক এই মাদারবোর্ডটিতে রয়েছে বিল্ট-ইন গ্রাফিক্স, ১৬ পিসিআই এক্সপ্রেস ২.০ স্লট, ৪টি সাটা পোর্ট, গিগাবিট ল্যান, ৮-চ্যানেল অডিও, ১০টি ইউএসবি ২.০ পোর্ট, ১টি ডিভিআই, ১টি আরজিবি পোর্ট প্রভৃতি। মূল্য রাখা হয়েছে ৬,৪০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৩৮, ৮১২৩২৮১।