সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৩, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » স্যামসাং দক্ষিণ-পশ্চিম এশিয়া ফোরামে ছিলো নতুন প্রযুক্তি পণ্যের প্রদর্শনী
প্রথম পাতা » প্রধান সংবাদ » স্যামসাং দক্ষিণ-পশ্চিম এশিয়া ফোরামে ছিলো নতুন প্রযুক্তি পণ্যের প্রদর্শনী
৫৯৮ বার পঠিত
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্যামসাং দক্ষিণ-পশ্চিম এশিয়া ফোরামে ছিলো নতুন প্রযুক্তি পণ্যের প্রদর্শনী

মোহাম্মদ কাওছার উদ্দীন, বালি (ইন্দোনেশিয়া) থেকে ফিরে

স্যামসাং দক্ষিণ-পশ্চিম এশিয়া ফোরামে ছিলো নতুন প্রযুক্তি পণ্যের প্রদর্শনীইন্দোনেশিয়ার দ্বীপ শহর বালিতে স্যামসাং দক্ষিণ পশ্চিম-এশিয়া ফোরাম ২০১৪ এ আধুনিক প্রযুক্তি পণ্য প্রদর্শন করেছে স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানী লিমিটেড। প্রদর্শনী কক্ষ জুড়ে ছিল টিভি, হোম অ্যাপ্লায়েন্স, স্মার্টফোন, ট্যাবলেট ও প্রিন্টিংসহ বিভিন্ন নতুন পণ্যের সমাহার। ফোরামে নতুন উন্মোচিত পণ্যের পাশাপাশি ২০১৪ সালের মধ্যে যেসব পণ্য আনা হবে প্রদর্শনী কক্ষে সেগুলোও বিভিন্ন দেশের সাংবাদিকদের দেখানো হয়। অনুষ্ঠানে গ্যালাক্সি নিও সিরিজের স্মার্টফোন, ট্যাবলেট এবং বিশ্বে প্রথমবারের মতো বাঁকানো পর্দার ইউএইচডি টিভিসহ বেশ কিছু নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী এ প্রতিষ্ঠানটি।
গত ১৬-১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত তিন দিনের  এ সম্মেলনে স্যামসাংয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের কর্মকর্তা এবং ব্যবসায়িক সহযোগীরা অংশগ্রহন করেন। ১৮ ফেব্রুয়ারী সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে কয়েকটি পণ্য অবমুক্ত করা হয়। সংবাদ সম্মেলনে নতুন বছরের নানা পরিকল্পনা তুলে ধরেন স্যামসাং দক্ষিণ-পশ্চিম এশিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিডি পার্ক, স্যামসাং ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক (সেলস) এস কে কিম, ভারতের কান্ট্রি হেড (মোবাইল অ্যান্ড আইটি) ভিনিত তানিজা, কান্ট্রি হেড (এন্টারপ্রাইজ বিজনেস) সমীর গার্ডে এবং পরিচালক (বিক্রয়) রাজীব ভুটানি।
স্যামসাং দক্ষিণ-পশ্চিম এশিয়া ফোরামে ছিলো নতুন প্রযুক্তিসংবাদ সম্মেলনে গ্যালাক্সি সিরিজের আরও নতুন মোবাইল সেট ও ট্যাবলেটসহ কয়েকটি নতুন পণ্য বাজারে আনার ঘোষনা দেয়া হয়। এর মধ্যে গ্যালাক্সি গ্র্যান্ড নিও মোবাইল সেট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বাকি পণ্যেগুলো শিগগিরই বাজারে আাসবে বলে এ সময় জানানো হয়।
এ সময় স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড নিও ছাড়াও বাজারে আনার ঘোষণা দেওয়া অন্য পণ্যের মধ্যে ছিলো স্যামসাং গ্যালাক্সি নোট প্রো, স্যামসাং গ্যালাক্সি নোট থ্রি নিও, সামসাং গ্যালাক্সি ট্যাব থ্রি নিউ, স্যামসাং ৭৮ ইঞ্চি কার্ভড ইউএইচডি (আল্ট্রা হাই ডেফিনেশন) টেলিভিশন, নতুন প্রযুক্তির এনএক্স ৩০ এবং সামসাং গ্যালাক্সি ক্যামেরা ২ নামে দুটি ক্যামেরা, উন্নত প্রযুক্তির ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এয়ার কন্ডিশনার) এবং প্রিন্টার।  ভারতের বাজারে পাঁচ ইঞ্চি পর্দার গ্যালাক্সি গ্র্যান্ড নিও’র দাম ধরা হয়েছে ১৮ হাজার ৪৫০ রুপি। নতুন এই সেটের মাধ্যমে গ্রাহকরা অনেক বেশি প্রযুক্তি সুবিধা ভোগ করতে পারবেন বলে জানান কর্মকর্তারা।
প্রদর্শিত নতুন পণ্যের মধ্যে ছিলো ৭৮ ইঞ্চি ইউ৯০০০ স্যামসাং ইউএইচডি টিভি, ইউডি৫৯০ মনিটর, এক্সপ্রেস এম২৮৮৫ ও এক্সপ্রেস সি১৮৬০ সিরিজের লেজার প্রিন্টার, স্মার্ট কাস্টমাইজড ওয়াশিং মেশিন, স্মার্ট রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, স্পিকার এনএক্স৩০ ক্যামেরা এবং গ্যালাক্সি গ্র্যান্ড নিও, ট্যাব থ্রি এবং নোট প্রো ট্যাবলেট।
প্রদর্শনীতে ইউএইচডি টিভিসহ কয়েকটি নতুন স্মার্ট টিভি প্রদর্শন করে স্যামসাং। অনুষ্ঠানে জানানো হয়, স্যামসাং ইউ৯০০০ ইউএইচডি টিভি প্যানারমিক ভিউয়ের আবহ সৃষ্টি করে, ফলে ৭৮ ইঞ্চি টিভিটি আকারের তুলনায় বড় মনে হয়। ফ্ল্যাট টিভির তুলনায় এই টিভির কন্ট্রাস্ট রেশিও দ্বিগুণ। যেখানেই বসে এই টিভি দেখা হোক না কেন, দর্শনের অভিজ্ঞতা সবার জন্য সব দিক থেকে সমান। এছাড়া এর অটো ডেপথ এনহান্সার ফিচারের সাহায্যে থ্রিডি গ্লাস ছাড়াও থ্রিডি উপভোগ করা যায়। ফোরামের আকর্ষণ হিসেবে প্রদর্শিত হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট প্রো ট্যাবলেট। এতে রয়েছে ১২.২ ইঞ্চি ডিসপ্লে। গ্যালাক্সি নোট প্রোতে একসঙ্গে চারটি স্ক্রিন দেখতে পারবেন ব্যবহারকারীরা। স্যামসাংয়ের স্মার্ট ক্যামেরার সারিতে নতুন সংযোজন এনএক্স৩০। বদলযোগ্য লেন্স, ডিআরআইএমই ফোর ইমেজ প্রসেসর, ২০ দশমিক ৩ মেগাপিক্সেল সেন্সর এ ক্যামেরাটির মূল ফিচার। এছাড়া অ্যান্ড্রয়েড সফটওয়্যার সম্পন্ন গ্যালাক্সি ক্যামেরা ২ ফোরামে প্রদর্শন করা হয়। পরবর্তী প্রজন্মের এ ক্যামেরাটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল এবং ২১এক্স অপটিক্যাল জুম ও অ্যান্ড্রয়েডের সুবিধাসহ ২৮টি স্মার্ট মোড ফিচার। প্রিন্টিংয়ের কাজে ব্যবহারের জন্য স্যামসাং এনেছে মোনো লেজার ও মাল্টি ফাংশনাল প্রিন্টার এক্সপ্রেস এম২৮৮৫ এবং কালার লেজার ও মাল্টি ফাংশনাল প্রিন্টার এক্সপ্রেস সি১৮৬০। মোনো লেজার প্রিন্টারটি মিনিটে ১৮ পৃষ্ঠা এবং কালার লেজার প্রিন্টারটি মিনিটে ১৮ পৃষ্ঠা প্রিন্ট করতে পারবে। স্যামসাং গ্যালাক্সি ফোন ব্যবহারকারীরা খুব সহজেই এ প্রিন্টারগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে তাঁদের স্মার্টফোন থেকে সরাসরি ছবি, ডকুমেন্ট, ই-মেইল প্রিন্ট করতে পারবেন।
সংবাদ সম্মেলনে স্যামসাং দক্ষিণ-পশ্চিম এশিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিডি পার্ক সাংবাদিকদের বলেন, ‘দক্ষিণ-পশ্চিম এশীয় বাজারে আমাদের উন্নয়নের প্রধান কারণ হচ্ছে- গ্রাহক এবং সহযোগীদের সঙ্গে আমাদের বিশ্বাসের বন্ধন। আর গ্রাহকদের আমাদের নতুন নতুন পণ্য ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার মাধ্যমে এ উন্নয়ন অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ২০১৩ সাল ছিলো স্যামসাংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। ওই বছর স্যামসাং বিশে^র অষ্টম সেরা ব্র্যান্ড হিসাবে স্বীকৃতি পেয়েছে। গ্রাহক সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। তিনি আশা করেন আগের বছরের ধারাবাহিকতায় ২০১৪ সালে স্যামসাং আরও সফল হবে।
বিডি পার্ক আরও বলেন,  উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ভোক্তাদের আরও উন্নত জীবন যাপনের উপযোগী পণ্য উপহার দিচ্ছে স্যামসাং। ভবিষ্যতেও উদ্ভাবনী পণ্যে নিয়ে তারা বিশে^র ইলেকট্রনিক্স বাজারে নেতৃত্ব দেবে।
স্যামসাং ইন্ডিয়া ইলেক্ট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক (বিক্রয়) একে কিম বলেন, স্যামসাং বিশে^র কার্ভ প্রযুক্তি নির্ভর প্রথম ইউএইচডি টেলিভিশন নির্মাতা। আগামীতেও এই বাজারে নেতৃত্ব দেবে স্যামসাং।



প্রধান সংবাদ এর আরও খবর

ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশের উদ্যোগ ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশের উদ্যোগ
কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড অর্জন করেছে অপো বাংলাদেশ কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড অর্জন করেছে অপো বাংলাদেশ
মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সে শিক্ষাবৃত্তি দিচ্ছে বিকাশ মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সে শিক্ষাবৃত্তি দিচ্ছে বিকাশ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪ হাজার শিক্ষার্থী পেল নতুন ল্যাপটপ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪ হাজার শিক্ষার্থী পেল নতুন ল্যাপটপ
এনাবলার অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মাস্টারকার্ড এনাবলার অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মাস্টারকার্ড
জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ
দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে ‘বেসিস জাপান ডে ২০২৪’ দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে ‘বেসিস জাপান ডে ২০২৪’
এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন বাংলাদেশের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন বাংলাদেশের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন
সিআইপি সম্মাননা পেলেন উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান সিআইপি সম্মাননা পেলেন উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান
রিয়েলমি সি৭৫ পানির নিচে সচল থাকবে ১০ দিন রিয়েলমি সি৭৫ পানির নিচে সচল থাকবে ১০ দিন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশের উদ্যোগ
কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড অর্জন করেছে অপো বাংলাদেশ
মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সে শিক্ষাবৃত্তি দিচ্ছে বিকাশ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪ হাজার শিক্ষার্থী পেল নতুন ল্যাপটপ
এনাবলার অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মাস্টারকার্ড
জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ
দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে ‘বেসিস জাপান ডে ২০২৪’
এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন বাংলাদেশের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন
সিআইপি সম্মাননা পেলেন উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান
রিয়েলমি সি৭৫ পানির নিচে সচল থাকবে ১০ দিন