সোমবার ● ২৭ জানুয়ারী ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ওয়েবসাইটে না ঢুকেও পাবেন সাইটের সকল তথ্য
ওয়েবসাইটে না ঢুকেও পাবেন সাইটের সকল তথ্য
যদি ওয়েবসাইটে না ঢুকেই তথ্য পাওয়া তা হলে কেমন হতো ?! তথ্য খোঁজা আরও সহজ করতে বিশেষ সুবিধা চালু করতে যাচ্ছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। এ সুবিধাটি চালু করতে সর্বশেষ হালনাগাদ হিসেবে তথ্য খোঁজার ক্ষেত্রে আসছে বিশেষ কিছু পরিবর্তন। এর আগে গত বছর গুগলের নলেজ গ্রাফ প্রকল্প নামে একটি সেবা চালু হয়। এ প্রকল্পের মাধ্যমে ব্যবহারকারীদের গুগলের প্রতি আকৃষ্ট করা গেছে। এ গ্রাফ প্রকল্প চালুর ফলে কোনো বিষয়ে তথ্য খুঁজলে সেটি সার্চ ইঞ্জিনের ডান পাশে দেখা যায়। এতে দরকার তথ্যগুলো গুগলেই পেয়ে যান ব্যবহারকারীরা। এ সুবিধাটি আরও বিস্তৃত করে তথ্য খুঁজলে সেখানেই যাতে ওয়েবসাইটের প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়, সে সুবিধা করার ব্যাপারে কাজ চলছে বলে জানা গেছে। নতুন এই সুবিধার ফলে গুগলে অনুসন্ধান ফলাফলে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশের আগেই ওই ওয়েবসাইট-সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য প্রদর্শিত হবে।
নতুন এ সুবিধার ফলে আগের মতোই গুগলে অনুসন্ধান ফলাফলে পাওয়া মূল প্রত্যাশিত তথ্য কিংবা ওয়েবসাইটের নাম ও লিংক বিশেষ রঙে দেখা যাবে। তার নিচেই সবুজ রঙে থাকবে সংশ্লিষ্ট ওয়েবসাইটের নাম। এরপর ধূসর রঙে ওয়েবসাইটের নাম দেখানো হবে, যেখানে ওই সাইট সম্পর্কে তথ্য ছোট করে তুলে ধরা হবে ব্যবহারকারীদের জন্য। এর ফলে ব্যবহারকারীর ওয়েবসাইটে না ঢুকেই সেই ওয়েবসাইট সম্পর্কে কোনো তথ্য জানা না থাকলেও তিনি মূল অনুসন্ধান ফলাফল থেকেই তা জেনে নিতে পারবেন।