রবিবার ● ১ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামাজিক সেবা পৌছে দেবার একটি উদ্যেগ ‘সেবার গাড়ি আসছে বাড়ি’
তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামাজিক সেবা পৌছে দেবার একটি উদ্যেগ ‘সেবার গাড়ি আসছে বাড়ি’
‘সেবার গাড়ি আসছে বাড়ি’ স্লোগানে ২০১২ সালের জানুয়ারী থেকে ২ মাস ব্যাপি বাংলাদেশের গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের কাছে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামাজিক সেবা পৌছে দেবার একটি উদ্যেগ নেয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে সেবা দেওয়ার জন্য এই প্রকল্পটি বিশেষ ভাবে ডিজাইন করা টয়োটা গাড়ি ব্যবহার করা হবে। এই গাড়ির পেছনের অংশে ইন্টারনেট সংযোগের জন্য একটি ভি-স্যাট এন্টিনা এবং সেই সাথে স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি সেবার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপন করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গ্রামীন কমিউনিকেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন গ্লোবাল কমিউনিকেশন সেন্টারের (জিসিসি) পরামর্শক রফিকুল ইসলাম মারুফ। সম্মেলনে গ্রামীণ কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা বলেন, গ্রামের মানুষদের কাছে প্রযুক্তির সুবিধার কথা পৌঁছানো এবং টেলিমেডিসিনসেবার বিষয়গুলো দেখানো এবং জানানোর জন্যই আমাদের এ আয়োজন। এর মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ প্রযুক্তির ব্যবহার দেখার পাশাপাশি এর সুফল পাবে। সম্মেলনে উইন ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী ড. কাশফিয়া আহমেদ, মিডিয়া পার্টনার দৈনিক যুগান্তরের তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের ডিপার্টমেন্টাল হেড তরিকুল ইসলাম সহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে জানানো হয়, এই সেবার গাড়ির কার্যকারিতা পরীক্ষার জন্য একে প্রাথমিক ভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ৫ টি গ্রামে নিয়ে যাবার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি গ্রামে ৩ দিন এই গাড়ি অবস্থান করবে। এই ৩ দিন ঐ গ্রামের “গ্রাম দিবস” হিসেবে উদযাপিত হবে। এ গাড়িতে থাকবে ইন্টারনেট ও গ্রামওয়েব সেবাসমূহ। যার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট পরিচয় করানো, গ্রামের ওয়েবসাইট তৈরী করা, ইন্টারনেটে গ্রামবাসী এবং তাদের বিদেশে বসবাসকারী আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগের ব্যবস্থা করা, গ্রামওয়েব এর মাধ্যমে তথ্য সেবা দেয়া ইত্যাদি। স্বাস্থ্য সেবার মধ্যে রয়েছে সেবা গ্রামবাসীর স্বাস্থ্য পরীক্ষা করা, টেলিমেডিসিন এর মাধ্যমে গ্রামবাসীদের স্বাস্থ্য সেবা দেয়া এবং প্রশিক্ষণের মধ্যে কৃষি, ব্যবসায় ও তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেয়া।
এই কার্যক্রমের প্রথম ২টি এলাকা হচ্ছে যশোরের বসুন্দিয়া (জানুয়ারী ৫-৭, ২০১২) এবং বাগেরহাটের রামপাল (জানুয়ারী ১৪-১৬, ২০১২)। স্থানীয় ভাবে এই কার্যক্রমে, স্থানীয় গ্রামওয়েব ইউনিয়ন তথ্য উদ্যোক্তা (টওঊ) সহযোগিতা করছে। এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে গ্রামীন সুবিধা-বঞ্চিত মানুষের কাছে ইন্টারনেট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্নত স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিগত সুবিধা পৌছে দেয়া, সামাজিক সেবাসমূহের প্রয়োজনীয়তা যাচাই এবং এর ভিত্তিতে এলাকাবাসীর প্রয়োজনীয় সেবাসমূহের সমন্বয় করে ভবিষ্যতের জন্য টেকসই ভ্রাম্যমান সেবাকেন্দ্রের মডেল তৈরী করা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সামাজিক সেবা সম্পর্কে মানেুষের মাঝে সচেতনতা গড়ে তোলা, এই মডেল ব্যবহার করে গ্রামবাসীর জন্য ব্যবসা-বাণিজ্য ও আয়ের সুযোগ সুষ্টি করা। প্রাথমিকভাবে ১০০০ ছাত্র-ছাত্রীকে ইন্টারনেট সংযোগের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে পরিচয় করানো, ১০০০ গ্রামবাসীকে স্বাস্থ্যসেবা, ১০০০ গ্রামবাসীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ এবং ১০,০০০ গ্রামবাসীকে তথ্য সেবা দেয়াই এ প্রকল্পের লক্ষ্য।
এই গ্রাম দিবসের কার্যক্রমে আরো থাকবে ইউনিয়ন পরিষদ সমূহের জনপ্রতিনিধি ও স্থানীয় গ্রামবাসীদের উপস্থিতিতে আকর্ষনীয় উদ্বোধনী অনুষ্ঠান, প্রতিদিন কুইজ প্রতিযোগিতা, শিশু-কিশোরদের জন্য কার্টৃূন ও ভিডিও প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, এবং সমাপনী অনুষ্ঠানে স্থানীয়দের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী।
এ প্রকল্পে পৃষ্ঠপোষকতা করছে জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ইলেক্ট্রো কমিউনিকেশনস্ (ইউইসি), আইজিপিএফ (জাইকা), এপিলিয়ন গ্র”প, স্কয়ার হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যায়ের মার্কেটিং ডিপার্টমেন্ট, ইষ্ট-ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়, দৈনিক যুগান্তর, এবং স্কয়ার ইনফরমেটিক্স লিমিটেড। http://ssw.gramweb.net/projects/ssw