সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ৯, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২২ জানুয়ারী ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিনোদন » ক্রসফায়ারে শতকোটি ডলার আয় !!
প্রথম পাতা » আইসিটি বিনোদন » ক্রসফায়ারে শতকোটি ডলার আয় !!
১১১৭ বার পঠিত
বুধবার ● ২২ জানুয়ারী ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্রসফায়ারে শতকোটি ডলার আয় !!

ক্রসফায়ারে শতকোটি ডলার আয়,crossfire-gameসংবাদের শিরোনাম দেখে হয়তো আঁতকে উঠতে পারেন অনেকে, ভাবতে পারেন নিশ্চয়ই এটা একটা  রাজনৈতিক খেলা। এটাই স্বাভাবিক কারন বাংলাদেশে এই শব্দটা অনেক আলোচিত ও বিতর্কিত। যাই হোক এবার মূল কথায় আসি আসলে ক্রসফায়ার দক্ষিণ কোরিয়ার স্থানীয় একটি অনলাইন ফার্স্ট পারসন শ্যুটার গেমের নাম। ২০১৩ সালে এ গেম আয় করেছে ১০০ কোটি ডলার। এ হিসাবে গেমটি এখন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা অনলাইন গেম।

আয়ের ক্ষেত্রে ‘ক্রসফায়ার’ টেক্কা দিয়েছে আন্তর্জাতিক অনলাইন অপর গেম লিগ অব লিজেন্ডকে। তবে ক্রসফায়ার খেলতে কোনো ধরনের পয়সা গুনতে হয় না। শুধু গেমের চরিত্রকে আরো উন্নত করতে ইন-গেম উপাদান পেতে চাইলে তা কিনতে হয়।

দক্ষিণ কোরিয়ায় গেমটি চালু হয় ২০০৭ সালে। গেমটি তৈরি করা হয়েছে জনপ্রিয় কাউন্টার স্ট্রাইকের আদলে। তবে কাউন্টার স্ট্রাইকের চেয়ে এটি অনেক বেশি পরিবর্ধিত ও বিস্তৃত। এখানে রয়েছে কয়েক ডজন ম্যাপ, গেম মোড, হরেক রকম অস্ত্র ও চরিত্র।

তবে আর্থিকভাবে ব্যাপক সাফল্য পেলেও বিশ্ববাজারে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি গেমটি। বিশেষ করে অনলাইনে প্রচলিত প্রতিযোগিতামূলক গেমগুলোর মতো মোটেও পরিচিতি পায়নি এটি। অন্যদিকে তেমন সাফল্য না পেলেও গত বছর নিজেদের এসপোর্টস জেনেসিস প্লাটফর্মের মাধ্যমে নিয়মিত গেমিং প্রতিযোগিতার আয়োজন করে আসছে চীনের টেনসেন্ট। সম্প্রতি তাদের এক প্রতিযোগিতায় পুরস্কার ছিল ১ লাখ ৮০ হাজার ডলার।

বিশ্লেষকরা বলছেন, ক্রসফায়ারের মূল সাফল্য এসেছে তাদের পে টু উইন অবকাঠামোর মাধ্যমে। এ ব্যবস্থায় প্রতিযোগিতায় ভালো ফলাফল করতে কিংবা চরিত্রের ক্ষমতা বাড়াতে ইন-গেম উপাদান বাড়ানোর কোনো বিকল্প নেই। এমনকি গেমটিতে বডি আর্মার পেতেও অর্থ গুনতে হয়। আবার গেমটিতে চিট কোডের ব্যবহারও যেকোনো অনলাইন গেমের তুলনায় কয়েক গুণ বেশি।
২০১৩ সালে লিগ অব লিজেন্ড আয় করেছে ৬২ কোটি ৪০ লাখ ডলার। গড়ে ১০ কোটি ডলার করে আয় করেছে ওয়ার্ল্ড অব ট্যাংকস, ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফট, টিম ফোর্ট্রেস টু ও কাউন্টার স্ট্রাইক অনলাইনের মতো গেমগুলো। সুত্র- ডেইলি ডট।



আর্কাইভ

ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
উবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এর অফিসিয়াল মোবিলিটি পার্টনার
ইনফিনিক্স নোট ৪০এস এর সাথে বিনামূল্যে ওয়্যারলেস চার্জার
রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
বাজারে এআই সুবিধাযুক্ত স্যামসাংয়ের ‘নিও কিউএলইডি ৮কে’ টিভি
ফুডপ্যান্ডা ও সিপি ফাইভ স্টারের মধ্যে চুক্তি
এআই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন আনল বাংলালিংক
রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ
সর্বোচ্চ পারফর্মেন্সের মাইলফলক অর্জন করেছে ক্যাসপারস্কি
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন