বুধবার ● ২২ জানুয়ারী ২০১৪
প্রথম পাতা » আলোচিত সংবাদ » নতুন সংস্করণ ফটোশপ সিসিতে থ্রিডি প্রিন্টিংয়ের সুবিধা
নতুন সংস্করণ ফটোশপ সিসিতে থ্রিডি প্রিন্টিংয়ের সুবিধা
ফটোশপে থ্রিডি প্রিন্টিংয়ের সুবিধা যোগ করেছে নির্মাতা অ্যাডবি। নতুন সংস্করণ ফটোশপ সিসিতে এ বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। এর মাধ্যমে ফটোশপেই যেকোনো থ্রিডি ডিজাইন নিখুঁতকরণ, প্রিভিউ, প্রস্তুতকরণ ও প্রিন্ট করার যাবতীয় কাজ করা যাবে এমনই খবর প্রকাশ হলো গণমাধ্যম ম্যাকওয়ার্ল্ডে।
এ বিষয়ে অ্যাডবি জানায়, তাদের ক্লাউড কম্পিউটিং প্লাটফর্ম ক্রিয়েটিভ ক্লাউডের সেবার মান বাড়াতেই তাতে থ্রিডি প্রিন্টিংকে অন্তর্ভুক্ত করা হয়েছে। থ্রিডি প্রিন্টিংকে নিজেদের সফটওয়্যারে অন্তর্ভুক্ত করতে অ্যাডবি সাহায্য নিয়েছে মেকারবটের। থ্রিডি উপাদান সরবরাহ করবে শেপওয়েজ ও অনলাইনে থ্রিডি মডেলগুলো ইন্টারঅ্যাকটিভভাবে প্রদর্শন করবে স্কেচফ্যাব।
ফটোশপের পণ্য ব্যবস্থাপক অ্যান্ডি লটা বলেন, ‘আগামীতে ব্যক্তি পর্যায়ে থ্রিডি প্রিন্টিং ছড়িয়ে পড়বে। তাই থ্রিডি প্রিন্টিংকে ব্যক্তি পর্যায়ের উপযোগী করে তোলার জন্য এখন থেকেই কাজ করতে হবে। থ্রিডি প্রিন্টিংকে আমরা দেখছি কনটেন্ট ব্যবসা হিসেবে। এতে যত বেশি আকর্ষণীয় কনটেন্ট থাকবে, ততই সেটি বেশি সাফল্য পাবে।’
ক্রিয়েটিভ ক্লাউড গ্রাহকরা এখন ফটোশপ, ইলাস্ট্রেটর ও ইনডিজাইনের নতুন ২০টি ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। থ্রিডি প্রিন্টিংয়ের জন্য এখানে রয়েছে ৮০০টি টাইপকিট ফন্ট।