সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২ অক্টোবর ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিনোদন » সঙ্গীত দুনিয়ায় ইউটিউব, মিউজিক অ্যাওয়ার্ড নভেম্বরে
প্রথম পাতা » আইসিটি বিনোদন » সঙ্গীত দুনিয়ায় ইউটিউব, মিউজিক অ্যাওয়ার্ড নভেম্বরে
৯৬৩ বার পঠিত
বুধবার ● ২ অক্টোবর ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সঙ্গীত দুনিয়ায় ইউটিউব, মিউজিক অ্যাওয়ার্ড নভেম্বরে

সঙ্গীত দুনিয়ায় ইউটিউব, মিউজিক অ্যাওয়ার্ড নভেম্বরেশুধু ভিডিও শেয়ারিংয়ের জগত্ থেকে বেরিয়ে ইউটিউব এখন প্রবেশ করছে পুরোদস্তুর সঙ্গীত দুনিয়ায়। আসছে ৩ নভেম্বর তারা প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘ইউটিউব মিউজিক অ্যাওয়ার্ড’। তবে গতানুগতিক ধারার হবে না এ অ্যাওয়ার্ড আয়োজনটি। ভিন্নতা থাকবে এখানে। সঙ্গীত দুনিয়ার ব্যবসায়িকভাবে সফল শিল্পীদের পুরস্কৃত করা হবে না আয়োজনে। এ আয়োজনে পুরস্কৃত শুধু তারাই হবেন, যাদের থাকবে অনেক ইউটিউব হিট।

প্রথম ইউটিউব মিউজিক অ্যাওয়ার্ডের ভেনু হিসেবে ধরা হয়েছে নিউইয়র্ক সিটিকে। দর্শক-শ্রোতাদের ভোট ও ইউটিউব হিটের ওপর নির্ভর করেই এ অ্যাওয়ার্ড আয়োজনে নির্বাচন করা হবে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের নাম। ১৭ অক্টোবর ইউটিউবে প্রকাশ করা হবে প্রথম ইউটিউব মিউজিক অ্যাওয়ার্ডে মনোনীতদের তালিকা। সে সময়ই প্রকাশ করা হবে এর ভোটিং ডিটেইলও।
সম্প্রতি ইউটিউবে পোস্ট করা হয় ইউটিউব মিউজিক অ্যাওয়ার্ডের জন্য তৈরি একটি ভিডিও; যেখানে জানানো হয় এ আয়োজনের প্রাথমিক পরিকল্পনা ও এর দিনক্ষণ প্রসঙ্গে। প্রথম ইউটিউব মিউজিক অ্যাওয়ার্ড আয়োজনটির পরিচালনার দায়িত্বে রয়েছেন মার্কিন অভিনেতা, নির্দেশক ও স্ক্রিপ্ট রাইটার স্পাইক জোনজ। সম্প্রতি ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়, তাদের এ আয়োজনে ইউটিউবে হিট তারকাদের পুরস্কৃত করা হলেও, অনুষ্ঠানে অংশ নেবেন সব হালের ক্রেজ। অ্যাওয়ার্ড দেয়ার পাশাপাশি চোখ ধাঁধানো পারফরম্যান্সে মঞ্চ কাঁপাবেন লেডি গাগা, এমিনেম, আর্কেড ফায়ারসহ আরো অনেকে। ধারণা করা হচ্ছে, যেহেতু ইউটিউব বিশ্বের জনপ্রিয় সব ইউটিউব তারকাদের নিয়ে এ আয়োজনটি করতে যাচ্ছে, সেহেতু এ আয়োজনের বড় একটা অংশজুড়ে থাকবে র্যাপার ‘সাই’য়ের উপস্থিতি।

তাছাড়া মস্কো, সিউল ও লন্ডন থেকেও এ আয়োজনে অংশ নিতে নিউইয়র্কে আসবেন অনেক ইউটিউব হিট তারকা। নভেম্বরে এ আয়োজনটি সরাসরি ইউটিউবে দেখা যাবে।



আর্কাইভ

৭৪টি ডিজিটাল প্রচারণাকে সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হলো ৮ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড
বিটিআরসিতে টেলিযোগাযোগ লাইসেন্স ও বিদ্যমান নেটওয়ার্ক টপোলজি সংস্কার বিষয়ক কর্মশালা
শেষ হলো তিন দিনব্যাপী তরঙ্গ ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম
বইমেলায় তপন কান্তি সরকারের বই ‘নতুন বিশ্বের নতুন ক্যারিয়ার’
ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় সিজন
বাজারে এআই সমৃদ্ধ লেনোভো’র নতুন ল্যাপটপ আইডিয়াপ্যাড স্লিম ফাইভআই
দারাজের রমজান ক্যাম্পেইন শুরু
আইএসপিএবি’র ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
২০২৪ সালে দেশের অর্থনীতিতে উবারের অবদান ৫৫০০ কোটি টাকা
ড্যাফোডিল ইউনিভার্সিটি ও দীপ্তি’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এআই অলিম্পিয়াড