বুধবার ● ২ অক্টোবর ২০১৩
প্রথম পাতা » আলোচিত সংবাদ » মোবাইলভিত্তিক খবর অ্যাপের বিরুদ্ধে চীন!!
মোবাইলভিত্তিক খবর অ্যাপের বিরুদ্ধে চীন!!
ইন্টারনেটে কড়াকড়ি আরোপ করায় দীর্ঘদিন ধরেই সমালোচিত চীন সরকার। এবার তারা মোবাইলে খবরের অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এখন থেকে সরকারের অনুমতি ছাড়া কোনো খবর প্রচার করতে পারবে না এসব অ্যাপ। গত সোমবার থেকে কার্যকর এ সিদ্ধান্ত। কোনো প্রতিষ্ঠান এ সিদ্ধান্ত না মানলে তা বন্ধ করে দেবে সরকার।
সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে- সম্প্রতি এমন গুজবের মধ্যেই এ ঘোষণা এল। দেশটির ইন্টারনেট তথ্য অফিস জানায়, বেশ কিছু অ্যাপে অশ্লীল ও আপত্তিকর খবর ও ছবি প্রকাশ করা হয়। এগুলো নতুন প্রজন্মের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিছু কিছু অ্যাপে ভুল তথ্যও প্রচার করা হয়।
বিশ্লেষকরা জানান, কিছু অ্যাপ্লিকেশনে বিদেশী সংবাদমাধ্যমের নিবন্ধ পড়া যায়। সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চাইছে সরকার। যেমন নিউইয়র্ক টাইমসের সাইটে চীন থেকে প্রবেশ করা যায় না। কিন্তু কিছু কিছু অ্যাপ্লিকেশনের সুবাদে এর নিবন্ধ পড়া যায়।
সরকারের রোষানলে পড়া অ্যাপের মধ্যে রয়েছে ১ কোটি ৭৫ লাখ ব্যবহারকারীর জ্যাকার। এছাড়া রয়েছে চাওটি, যার স্লোগান ‘অপ্রকাশিত বিষয় প্রকাশ করা’। এখন থেকে যে অ্যাপ নির্মাতারা সরকারের বিধিনিষেধ মানবেন না, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার। অনলাইনে গুজবের ঘটনা কমাতে গত মাসে সরকার নতুন একটি ব্যবস্থা নেয়।