শুক্রবার ● ৩০ আগস্ট ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » শেষ হলো এপনিক ৩৬ সম্মেলন
শেষ হলো এপনিক ৩৬ সম্মেলন
এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) এর আয়োজনে চীনের শিয়ান সিটিতে গত ২০ আগস্ট থেকে শুরু হওয়া সম্মেল শেষ হলো। গত ৩০ আগস্ট সম্মেলনের শেষ দিনে সমাপনী ডিনারের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়। এর সমাপনী দিনে এপনিকের ২০ বছরপূর্তী উপলক্ষে একটি প্ল্যানারী সেশন ও এপনিক মেম্বারস মিটিং অনুষ্ঠিত হয়। এই দুটো সেশনে এপনিকের কার্যক্রম ও বিভিন্ন কমিটির রিপোর্ট সবার সামনে তুলে ধরা হয়। এপনিক নির্বাহী কমিটির চেয়ারম্যান মায়মুরা আকিনুরি’র সভাপতিত্বে অনুিষ্ঠত এ দুটি সেশনে উপস্থিত ছিলেন এপনিকের ডিরেক্টর জেনারেল পল উইলসন ও নির্বাহী কমিটির সদস্যরা।
এ সময় ঘোষনা দেয়া হয় আগামী বছরের ১৮-২৮ ফেব্রুয়ারী ব্যাংককে এশিয়া প্যাসেফিক রিজিওনাল ইন্টারনেট কনফারেন্স অন অপারেশনাল টেকনোলজিস (APRICOT 2014) এর সাথে এপনিক ৩৭ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এবারের আয়োজনে ২০-২৪ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ট্রেনিং ওয়ার্কশপ, এরপর ২৬-৩০ আগস্ট অনুষ্ঠিত হয়েছে মূল সম্মেলন। সম্মেলনে এখানে মূলত আইপিভি৬, ইন্টারনেট গভর্নেন্সসহ ইন্টারনেটের বিভিন্ন পলিসি ইস্যু নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের স্থানীয় আয়োজক ছিলো চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (সিএনএনআইসি) এবং বেইজিং ইন্টারনেট ইনস্টিটিউট (বিআইআই)। এছাড়া এপনিকের এই সম্মেলন আয়োজনে সহযোগিতা করেছে চায়না মোবাইল, চায়না ইউনিকম, চায়না টেলিকম, গুগল, ইন্টারনেট সোসাইটি, আইপিটিপি নেটওয়ার্কস, নেটওয়ার্ক স্টার্টআপ রিসোর্স সেন্টার (এনএসআরসি) সহ বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান। সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানতে ব্রাউজ করুন http://conference.apnic.net/36।