বুধবার ● ২৮ আগস্ট ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » তথ্যপ্রযুক্তিতে নারীদের অংশগ্রহন বিষয়ে সচেতনতার আহবান
তথ্যপ্রযুক্তিতে নারীদের অংশগ্রহন বিষয়ে সচেতনতার আহবান
মোহাম্মদ কাওছার উদ্দীন, শিয়ান সিটি চীন থেকে
এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) এর আয়োজনে চীনের শিয়ান সিটিতে চলছে এপনিক সম্মেলন ‘এপনিক ৩৬ কনফারেন্স’। গত ২০ আগস্ট থেকে শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে আগামী ৩০ আগস্ট। গত ২৭ আগস্ট ‘ওমেন ইন আইসিটি’ বিষয়ক একটি সেশন অনুষ্ঠিত হয়। এই সেশনে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর এশিয়া প্যাসেফিক অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর ড. ইয়ুন জ্যু কিম, আফ্রিকান নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এফ্রিনিক) এর চীফ অপারেশনস অফিসার এ্যান রিসাল ইন এবং বেইজিং পোস্ট এন্ড টেলিকমিউনিকেশনস বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জিয়াহোং হুয়াং।
ড. ইয়ুন জ্যু কিম আইটিইউতে তাঁর প্রফেশনাল কার্যক্রম অভিজ্ঞতা বর্ননা করতে গিয়ে বলেন, ‘প্রথম যখন আমি আইটিইউতে যোগদান করি, তখন আইটিইউতে আর কোন মেয়ে ছিলো না বললেই চলে। এমনকি কাজে যেগাদান করার প্রথমদিকে নির্দিষ্ট কোন টেবিলও ছিলো না বসার জন্য। এখন অবস্থার অনেক পরিবর্তন হয়েছে।’ তিনি জানান, আইটিইউ থেকে বিভিন্ন দেশে নারীদের ক্ষমতায়ানের জন্য অনেকগুলো প্রকল্পও নেয়া হয়েছে। এখন প্রতিবছর আইটিইউ’র উদ্যোগে গার্লস ইন আইসিটি ডে পালন করা হয়। ২০১০ সাল থেকে প্রতি বছর এপ্রিল মাসের চতুর্থ বৃহস্পতিবার এই দিবস পালন করা হয়। এই দিবসের মাধ্যমে মেয়েদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হয়। তিনি তথ্যপ্রযুক্তিতে নারীদের অংশগ্রহনের বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
এফ্রিনিক এর চীফ অপারেশনস অফিসার এ্যান রিসাল ইন তাঁর অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘আফ্রিকা এমনিতেই অনগ্রসর এলাকা, তাছাড়া মেয়েদের পড়ালেখা আরো কঠিন ছিলো। আমি ইউরোপ, আমেরিকাসহ অনেক জায়গায় কাজ করেছি বেশিরভাগ ক্ষেত্রেই মেয়ে হিসাবে আমি ছিলাম একা। আজকে অবস্থার অনেক পরিবর্তন হয়েছে।
ড. জিয়াহোং হুয়াং বলেন, সম্ভবত বেইজিং পোস্ট এন্ড টেলিকমিউনিকেশনস বিশ্ববিদ্যালয় পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে ছেলেদের থেকে মেয়ে ইঞ্জিনিয়ারের সংখ্যা অনেক বেশি। এই সংখ্যা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বাড়ছে। তিনি বলেন, দেশ ও সমাজের উন্নয়নের জন্য আমরা পুরুষ ও মহিলা মিলে একসাথে কাজ করতে হবে।
তাছাড়া গতকাল আইপিভি৬ ইমপ্লিমেন্টিং স্ট্র্যাটেজি নিয়ে ২টি প্ল্যানারি সেশন, আইপিভি৬ ডিসিশন মেকারদের ১টি সেশন এবং ইন্টারনেট গভর্নেন্স ফোরাম প্রিপারেশনস নিয়ে একটি সেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনের বিভিন্ন সেশন ইন্টারনেটে ওয়েবকাস্ট করা হচ্ছে। সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানতে ব্রাউজ করুন http://conference.apnic.net/36।