সোমবার ● ২৬ আগস্ট ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » চীনের শিয়ানে এপনিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন
চীনের শিয়ানে এপনিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন
মোহাম্মদ কাওছার উদ্দীন, চীনের শিয়ান থেকে
এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) এর আয়োজনে চীনের শিয়ান সিটিতে গত ২০ থেকে শুরু হয়েছে এপনিক সম্মেলন ‘এপনিক ৩৬ কনফারেন্স’। আগামী ৩০ আগস্ট সম্মেলন শেষ হবে। সম্মেলনে ২০-২৪ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ট্রেনিং ওয়ার্কশপ। ২০ আগস্ট সম্মেলন শুরু হলেও গতকাল ২৫ আগস্ট সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপনিকের ডিরেক্টর জেনারেল পল উইলসন, চাইনিজ একাডেমী অফ সায়েন্সের ডিরেক্টর জেনারেল ওয়াং ফ্যান, এপনিক নির্বাহী কমিটির চেয়ারম্যান মায়মুরা আকিনুরি এবং বেইজিং ইন্টারনেট ইনফরমেশন টেকনোলজি কোম্পানী লিমিটেডের প্রেসিডেন্ট লিও ড্যং।
উদ্বোধনী বক্তব্যে পল উইলসন বলেন, এপনিক কনফারন্সের পাশাপাশি এই সম্মেলনের মাধ্যমে এপনিকের ২০ বছরপূর্তী উদযাপন করা হচ্ছে। এর ফলে এবারের সম্মেলনের আয়োজন এবং ব্যপ্তি এপনিকের অন্যান্য সম্মেলনের থেকে আলাদা ও ব্যাপক করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের সম্মেলনের মাধ্যমে এশিয়া প্যাসেফিক অঞ্চলের ইন্টারনেটের বর্তমান অবস্থা-ভবিষ্যতের অবকাঠামো এবং আপডেট বিষয়ে অবহিত করার পাশাপশি এপনিক সবাইকে সর্বশেষ আপডেট বিষয়ে প্রশিক্ষণ দেয়ার চেষ্টা করে। তিনি আইপিভি৪ থেকে আইপিভি৬ এ আপগ্রেডের কার্যক্রম এখনো সবার সামনে একটি বড় টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন।
অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই সম্মেলনের মাধ্যমে আইপিভি৬ আপগ্রেডের কার্যক্রম আরো জোরদার হবে। বক্তারা ১৯৯৩ সালে কার্যক্রম শুরু করা এপনিকের ধারাবাহিক কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করেন। তারা বলেন, এপনিক টেকনিক্যাল কার্যক্রমের পাশাপাশি ইন্টারনেট গর্ভনেন্স ও ইন্টারনেটের কার্যক্রম সম্প্রসারনের বিষয়ে কাজ করে যাচ্ছে।
এপনিক লার্নিং এন্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর ফিলিপ স্মিথ, ইন্টারনেট ইনেশিয়েটিভ জাপান (আইআইজি) এর রিসার্চ ফেলো রেন্ডি বুশ, আইপিভি৪ মার্কেটিং গ্রুপের প্রেসিডেন্ট সান্ড্রা ব্রাউন, ইন্টারনেট সোসাইটি এশিয়া প্যাসেফিক ব্যুরোর রিজিওনাল ডিরেক্টর রাজনেশ সিং সহ এ অঞ্চলের ইন্টারনেট ও নেটওয়ার্ক বিশেষজ্ঞরা সম্মেলনের বিভিন্ন সেশনে আলোচনায় অংশ নিবেন বলে আয়োজকরা জানিয়েছেন। আগামী ৪ দিন ইন্টারনেট গর্ভনেন্স, ইন্টারনেট পলিসি, ইন্টারনেট ট্রাফিক, আইপিভি৬ আপগ্রেডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। সম্মেলনের বিভিন্ন সেশন ইন্টারনেটে ওয়েবকাস্ট করা হচ্ছে এবং যে কেউ ইচ্ছা করলে রিমোট অংশগ্রহনের মাধ্যমে সেশনে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন।
এপনিকের এই সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে চায়না মোবাইল, চায়না ইউনিকম, চায়না টেলিকম, গুগল, ইন্টারনেট সোসাইটি, আইপিটিপি নেটওয়ার্কস, নেটওয়ার্ক স্টার্টআপ রিসোর্স সেন্টার (এনএসআরসি) সহ বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান। সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানতে ব্রাউজ করুন http://conference.apnic.net/36।