শনিবার ● ২৭ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » চুরির দায়ে ইউনাইটেড এয়ারের ৬ কর্মী গ্রেফতার
চুরির দায়ে ইউনাইটেড এয়ারের ৬ কর্মী গ্রেফতার
সৌদিপ্রবাসী যাত্রীর ব্যাগ থেকে ৯ হাজার সৌদি রিয়াল ও ২০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে ইউনাইটেড এয়ার ওয়েজের ৬ কর্মীকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা।আটক ৬ জন ইউনাইটেড এয়ার ওয়েজের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে নিয়োজিত কর্মচারী ও নিরাপত্তাকর্মী।
শুক্রবার মধ্যরাতে সৌদিআরব থেকে শাহজালালে আসা এক মহিলা যাত্রীর ব্যাগ থেকে তারা এ চুরি করে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটেলিয়নের সিনিয়র এএসপি জাহেদ পারভেজ জানান, শুক্রবার দুপুরে ইউনাইটেড এয়ারওয়েজ ৪ঐ-৫৬২ ফ্লাইটে সৌদিআরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মোছা. পারভীন আক্তার (৪৩)।তার পাসপোর্ট নম্বর ঢ-০৬০৪৭০৪।
ওই যাত্রী বিমান থেকে তাড়াহুড়ো করে নেমে যাওয়ার কারণে ভুল করে হ্যান্ডব্যাগটি সেখানে রেখে আসেন।
এ সময় তিনি ব্যাগটি পাওয়ার জন্য ইউনাইটেড এয়ারওয়েজের সিকিউরিটি সুপারভাইজার মাজহারুল আনোয়ারকে বিমানে ব্যাগটি ভুল করে রেখে আসার বিষয়টি জানান।
সিকিউরিটি সুপারভাইজার বিকেল সোয়া ৪টায় বিমানবন্দরের বে থেকে ব্যাগটি নিয়ে এসে ওই যাত্রীকে বুঝিয়ে দেন। এ সময় তিনি ব্যাগটি খুলে দেখেন তার নগদ ৯ হাজার রিয়ালসহ আনুমানিক ২০ ভরি স্বর্ণালংকার নেই।
এরপর পারভীন আক্তার (৪৩) সৌদি মুদ্রা ও স্বর্ণালংকার খোয়া যাওয়ার বিষয়টি বিমানবন্দর আর্মড পুলিশকে জানান।