শনিবার ● ২৭ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » বাংলালিংক এর নতুন মার্কেটিং ডিরেক্টর নিয়োগ
বাংলালিংক এর নতুন মার্কেটিং ডিরেক্টর নিয়োগ
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক, এর নতুন মার্কেটিং ডিরেক্টর, জনাব সোলায়মান আলম গত ১৬ জুলাই, ২০১৩ হতে তার দায়িত্ব গ্রহণ করেছেন।
ইতোপূর্বে জনাব সোলায়মান আলম বাংলালিংক এর হেড অফ বিটুবি এবং হাই ভ্যালু মার্কেট ডেভেলাপমেন্ট, মার্কেটিং বিভাগে নিয়োজিত ছিলেন। ২০০৫ সাল থেকে তিনি বাংলালিংক এর মার্কেটিং টিমের একজন অন্যতম দক্ষ সংগঠক হিসেবে কাজ করে গেছেন। বাংলালিংকে কর্মরত অবস্থায় তিনি বাংলালিংকের বিষ্ময়কর ক্রমবৃদ্ধির এক অন্যতম সহায়ক ছিলেন। এছাড়াও তিনি পিআর এন্ড কমিউনিকেশনস, ভ্যাস, এমএফএস, হাই ভ্যালু সেগমেন্ট, বিটুবি, ইন্টারন্যাশনাল রোমিং এন্ড পোস্ট পেইড এ মূল্যবান অবদান রেখেছেন। তার নেতৃত্বে বাংলালিংক দেশের অন্যতম সফল ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভ্যালু এ্যাডেড সার্ভিস এবং ডাটা রাজস্ব খাতে অসাধারণ বৃদ্ধি ঘটেছে, বিটুবি ও পোস্ট পেইড সেগমেন্ট রেভেনিউ বর্ধিত হয়েছে এবং বিশেষ করে তিনি এমএফএস খাতে অবিরত উদ্ভাবনী সেবা নিয়ে এসেছেন।
বাংলালিংকে যোগদান করার পূর্বে সোলায়মান ব্রিটিশ আমেরিকান টোবাকো এর ট্রেড মার্কেটিং সেলস, চ্যানেল ডেভেলাপমেন্ট এবং ব্র্যন্ড ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত ছিলেন।
তিনি ঢাকা ইউনিভার্সিটির ইন্সটিটিউট অফ বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে গ্র্যাজুয়েশন লাভ করেন। এখন থেকে জনাব সোলায়মান আলম বাংলালিংক একটি শক্তিশালী এবং কর্মতৎপর মার্কেটিং বিভাগকে পরিচালনা করবেন।