বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০১১
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনলাইনে পিসির রোগ সারাবে ‘কম্পিউটার ডক্টর’
অনলাইনে পিসির রোগ সারাবে ‘কম্পিউটার ডক্টর’
সম্প্রতি সিকদার সিস্টেমস অ্যান্ড সফটওয়্যার চালু করেছে ‘কম্পিউটার ডক্টর’ নামের অনলাইন আইটি পরামর্শকেন্দ্র। এ জন্য রয়েছে একটি ওয়েবসাইট (www.sssctg.com) এ ওয়েব পেজে তথ্যপ্রযুক্তির বিষয়ে বিভিন্ন খবরাখবর, দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রযুক্তিবিষয়ক লেখাও পড়া যাবে।
এ ছাড়া কম্পিউটার বা প্রযুক্তির বিষয়ে বিভিন্ন টিপসও থাকছে। যারা অনলাইন-ভিত্তিক ফ্রি-ল্যান্সার হিসেবে কাজ করতে আগ্রহী, তাদের জন্য রয়েছে নানা পরামর্শ।আরেকটি উল্লেখযোগ্য সেবা পাওয়া যাবে এখানে। তা হলো, তাৎক্ষণিক কম্পিউটারের বাজারদর। প্রতিদিন এই পেজের মাধ্যমে তা তুলে ধরা হচ্ছে। ফেসবুকেও এই ওয়েব পেজের লিঙ্ক (www.facebook.com/sssctg) পাওয়া যাবে। - বিজ্ঞপ্তি।