বুধবার ● ২৪ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সাথে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান পিপলএনটেক প্রতনিধির মতবিনিময়
তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সাথে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান পিপলএনটেক প্রতনিধির মতবিনিময়
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান পিপলএনটেক এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আবুবকর হানিফ এর সাথে তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের এক মতবিনিময় সভা গত ২৩ জুলাই ঢাকার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি তার প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
তিনি জানান, তাঁর প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে। তাদের প্রতিষ্ঠানের প্রশিক্ষিত সদস্যদের জব প্লেসমেন্টের হার প্রায় শতভাগ। বাংলাদেশেও তিনি তাঁর এই প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারিত করতে যাচ্ছেন। খুব শীঘ্রই বাংলাদেশে প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম পরিচালনা করবে বলে জানান। তিনি জানান, প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর লোক ইমিগ্রেন্ট হিসাবে যুক্তরাষ্ট্রে যাচ্ছে। তারা সেখানে গিয়ে বেশিরভাগই অড জব করেন। আমরা তাদেরকে প্রশিক্ষনের মাধ্যমে ভাল চাকরীর সুযোগ করে দিচ্ছি। তিনি জানান, যুক্তরাষ্ট্রে এ ধরনের প্রশিক্ষনের জন্য প্রশিক্ষনার্থীকে প্রায় ৪ হাজার ডলারের মতো ফি দিতে হয়। কিন্তু বাংলাদেশে সম্পূর্ন বিনা খরচে এসব কোর্স করানো হবে। সাপ্তাহিক ছুটির দিনে পরিচালিত এসব কোর্স পরিচালনা করা হবে, যুক্তরাষ্ট্র থেকেই।
তিনি জানান, বর্তমানে পিপলএনটেকের (peoplentech.com) চারটি সেন্টার রয়েছে। নিউইর্য়কের অ্যাস্টোরিয়া ও ব্র”কলিনে দুটি, নিউজার্সিতে একটি ও অপরটি ভার্জনিয়ায়। সেন্টারগুলোতে এখন চাইনজি, রাশান, আমেরিকান, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রশক্ষণার্থীরা আসছে। ভার্জিনিয়ার সেন্টারে র্বতমানে ৯০ শতাংশ প্রশিক্ষর্ণাথীই বিদেশি। তবে নিউইর্য়কে বাংলাদেশিদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এখানে ৯০ শতাংশই বাংলাদেশি প্রশিক্ষণ নিচ্ছে। হানফি বলনে, মেয়েদের সমানভাবে আইটি খাতে এগিয়ে আনতে তারা একটি বিশেষ র্কমসূচি নিয়েছেন। এটি সর্ম্পূণ ফ্রি একটি কোর্স। সারা বিশ্বের যেকোনো স্থান থেকে নারীরা অনলাইনভিত্তিক এই র্কোসে অংশ নিতে পারেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র প্রেরত প্রকৌশলী ইউনির্ভাসিটি অফ লিবারেল আর্টস, বাংলাদেশ (ইউল্যাব) এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. সাজ্জাদ হোসেন, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ভারপ্রাপ্ত সভাপতি তারিক রহমান, সাধারণ সম্পাদক আরাফাত সিদ্দিকী প্রমুখ।