![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
মঙ্গলবার ● ২৩ জুলাই ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » আপনার ঈদ ভাবনা কি?
আপনার ঈদ ভাবনা কি?
এখন থেকে ১৫ দিন পরে বাংলাদেশের মুসলমানরা ঈদ উদযাপন করবেন। এক মাস ব্যাপী সিয়াম সাধনার শেষে ঈদের আনন্দ ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। কিন্তু অনেকের ঈদ উদযাপন, ঈদের আনন্দ বড্ডো পানসে। আনন্দ উৎসবমূখরতার মাঝে কেমন যেন একটা ঘাটতি। প্রাণের অভাব। এটা হতে পারে পেশা, বয়স কিংবা অন্য কোন কারনে। আমরা আইসিটি নিউজ এর ঈদ স্পেশাল সাজাচ্ছি প্রযুক্তি পেশার মানুষদের ঈদ ভাবনা দিয়ে। আপনারা শেয়ার করতে আপনাদের ঈদ আনন্দ, ভাবনা, বেদনা, প্রত্যাশা ও প্রাপ্তি। ছবি সহ পাঠিয়ে দিন । আমরা প্রকাশ করবো। লেখা পাঠানোর ঠিকানা- event@dailyictnews.com