মঙ্গলবার ● ২৩ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ঈদ আয়োজনে লা-রিভ
ঈদ আয়োজনে লা-রিভ
বছর ঘুরে আবারও চলে এলো রমজান, পবিত্র সিয়াম সাধনার মাস। প্রতিবছরই রোজা আসে ঈদের আগমনী বার্তা নিয়ে। আর ঈদ মানেই নতুন জামা, পোশাকের সমাহার। ঈদ উপলক্ষে দেশের অন্যতম আন্তর্জাতিকমানের ফ্যাশন ব্রান্ড লা-রিভের ঈদ কালেকশন এখন ঢাকাসহ সারাদেশের ফ্যাশন আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে সকল বয়সের নারী পুরুষের জন্য বর্ণিল সব পোশাকের আয়োজন।
ঈদে মেয়েদের পোশাক সালোয়ার কামিজে লা রিভ নিয়ে এসেছে ভিন্নতা। মেয়েদের জন্য সালোয়ার কামিজে ফ্রক স্টাইল, এ-লাইন এবং রেগুলার শেপের প্রাধান্য রয়েছে। লাল, কমলা, ম্যাজেন্টা, বেগুনী, রয়ালব্ল-র মতো উজ্জ্বল রঙের পাশাপাশি ঈদের মৌসুমে বৃষ্টি এবং গরমের কথা মাথায় রেখে হালকা আকাশী, গোলাপী, লেমন, হালকা হলুদ, সবুজ এবং সাদা রঙের ব্যবহার করা হয়েছে বেশিরভাগ পোশাকে। কামিজ ও চুড়িদারে বিভিন্ন শেড করা হয়েছে ডেলিকেট এবং ভেজিটেবল ডাই এর মাধ্যমে। এছাড়া ব্যবহার করা হয়েছে ট্রেডিশনাল চুন্দ্রি, টাই ডাই। সঙ্গে রয়েছে জারদৌসী হাতের কাজ, ট্রেডিশনাল রাজস্থানী এমব্রয়ডারী ইত্যাদি। প্রধানত লিলেন, সূতী, মসলিন, জর্জেট, জামদানী কটনও ব্যবহার করা হয়েছে মেয়েদের পোশাকে। আধুনিক তরুণ তরুণীদের জন্য ইস্টার্ন এবং ওয়েস্টার্ন এর সংমিশ্রণে রয়েছে ফতুয়া, টপস, টিউনিক, টিশার্ট, পোলো টিশার্ট, এবং ক্যাজুয়াল শার্ট। মেয়েদের টিউনিকে বাটারফ্লাই স্টাইল, কাপ্তান স্টাইল এ-লাইন সেপ ব্যবহার হয়েছে। লাল, হলুদ, কালো, ম্যাজেন্ডা, স্কাই ব্লু, পেস্ট ইত্যাদি রঙের সূতী লিলেন, জর্জেট ও ল্যাকনা কাপড় ব্যবহার হয়েছে টিউনিক ও টপসে।
পাঞ্জাবি ছাড়া ছেলেদের ঈদ অসম্পুর্ণ। লা-রিভ এর ঈদের পাঞ্জাবীতে রয়েছে শর্ট, সেমি লং এবং ট্রেডিশনাল প্যাটার্ন। এছাড়া স্বতন্ত্রতা আনার জন্য ব্যবহার করা হয়েছে সেলাইয়ের বিভিন্ন ডিজাইন। পাঞ্জাবীর রঙের ক্ষেত্রে লাল, কফি, বেগুনী, কমলা, জলপাই সবুজের মতো উজ্জ্বল এবং চকচকে রং এর পাশাপাশি রয়েছে হালকা আকাশী, সাদা, অফ হোয়াইট, বেবী পিঙ্ক, ধুসর ইত্যাদি রঙের সমাহার। ছেলেদের কমলা নীল, সাদাম, কফি, কালো রঙের টি-শার্ট পাবেন যাতে ব্যবহার হয়েছে বিভিন্ন প্রিন্ট এবং এম্ব্রয়ডারী। ক্যাজুয়াল শার্টে ব্যাবহার করা হয়েছে বিভিন্ন কালারের শেড। সঙ্গে রয়েছে ওয়াশের ভিন্নতা নিয়ে বিভিন্ন রঙের ফিটেড ডেনিম প্যান্ট এবং নীল, ইট রং এবং খাকী রঙের ফিটেড টুইল প্যান্ট।
শিশুদের জন্য রয়েছে লা রিভ কিডস কর্ণার। যেখানে শিশুদের জন্য রয়েছে চমৎকার স্টাইলিশ সব পোশাকের সমাহার। লা-রিভের হেড অফ ডিজাইন মন্নুজান নার্গিস বলেন, এ বছর ছেলে এবং মেয়েদের পোশাকে উজ্জ্বল রঙের প্রাধান্য রয়েছে, সঙ্গে রয়েছে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন কাটের এবং ডিজাইনের সংমিশ্রন।