রবিবার ● ২১ জুলাই ২০১৩
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » “মোবাইল এপস এন্ড ফিউচার বিজনেস এন্ড ক্যারিয়ার” শীর্ষক সেমিনার
“মোবাইল এপস এন্ড ফিউচার বিজনেস এন্ড ক্যারিয়ার” শীর্ষক সেমিনার
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রধান প্রযুক্তি কর্মকর্তাদের সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশের যৌথ উদ্যোগে জুলাই ২০, ২০১৩ তারিখে বিম্ববিদ্যালয় মিলনায়তনে “মোবাইল এপস এন্ড ফিউচার বিজনেস এন্ড ক্যারিয়ার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ এম লুৎফর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংক অব সেইলনের হেড অব আইটি এবং সিটিও ফোরামের ট্রেজারার ডঃ এজাজুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের মহাপরিচালক কানন কুমার রায়। সেমিনারে মাল্টিমিডিয়া উপস্থাপনা তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর ডঃ সৈয়দ আকতার হোসেন, ডাটাসফট লিমিটেডের চীফ টেকনিক্যাল অফিসার মোঃ জাহিদুল হাসান লস্কর, এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের প্রধান তথ্য কর্মকর্তা জনাব লুৎফর রহমান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সিনিয়র লেকচারার মাহামুদুল হাসান।
সেমিনারে বক্তারা বলেন, মোবাইল এপস ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের জীবনমানকে উন্নত করতে পারছি। মোবাইল এপসের নিত্য নতুন আবিস্কার আগামীতে আমাদেরকে এমন এক পরিবর্তনশীল দিকে এগিয়ে নিয়ে যাবে যেখানে প্রযুক্তিই হবে একমাত্র অবলম্বন।
বক্তারা আরো বলেন, ১৬ কোটি মানুষের বাংলাদেশে ১০ কোটি মানুষই মোবাইল ব্যবহার করে এবং ১৬টি মোবাইল অপারেটর কোম্পানী এখানে কাজ করছে। তাই মোবাইল এপস্ ডেভেলাপমেন্টের ক্ষেএে শিার্থীদের জন্য ক্যারয়ার গঠনের বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যানে এগিয়ে আসার আহ্বান জানান।