রবিবার ● ২১ জুলাই ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি » “সায়েন্স অর্বিটাল” এর জন্য লেখা আহবান
“সায়েন্স অর্বিটাল” এর জন্য লেখা আহবান
বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন “সায়েন্স অর্বিটাল”(www.scienceorbital.com) সম্প্রতি ই-ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছে। এছাড়াও সায়েন্স অর্বিটাল এর অনলাইন ভার্সনের জন্য কিছু ভাল মানের লেখা প্রয়োজন। তাই আগ্রহীদের লেখা জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সেরা তিন লেখার জন্য রয়েছে বিশেষ পুরষ্কার এবং ভাল মানের অন্যান্য লেখাগুলোও ম্যাগাজিনে ছাপানো হবে ।লেখার নিয়মাবলিঃ
১. লেখা অবশ্যই মৌলিক হতে হবে ।
২. বিজ্ঞান বা প্রযুক্তি বিষয়ক লেখা হতে হবে ।
৩. প্রবন্ধ, ফিকশন, টিউটোরিয়াল, নিবন্ধ, তথ্য, তত্ত্ব, গবেষণা, বিশ্লেষণ, জীবনী, বিশেষ কাহিনী, কৌতুক, ধাঁধা, কুইজ, সুডুকু, ছড়া, কার্টুন ইত্যাদি টাইপের লেখা গ্রহণযোগ্য হবে
৪. অলিম্পিয়াড, প্রোগ্রামিং, রোবটিক্স, টেকটিপস, টেকট্রিকস, নেটওয়ার্কিং, আউটসোর্সিং ইত্যাদি বিষয়ক লেখাও বিশেষ গুরুত্ব পাবে ।
৫. যে কোন লেখা আনুমানিক ৬০০ শব্দের মধ্যেই শেষ করতে হবে ।
৬. লেখা জমা দেয়ার শেষ তারিখ ৩০-০৭-২০১৩ । এবং লেখা জমা দেয়ার সময় নাম ঠিকানা ও পেশা উল্লেখ করতে হবে ।
৭. লেখা পাঠানোর জন্য আমাদের ফেইসবুক পেইজ(https://www.facebook.com/ScienceOrbital) এর ম্যাসেজ অপশনে গিয়ে আমাদের কাছে সরাসরি ম্যাসেজ করে দিতে পারেন অথবা ই-মেইল করতে পারেন sahriarshovon@yahoo.com এই ঠিকানায় ।
৮. বিজয়ীদের নাম পরে জানানো ও যোগাযোগ করা হবে এবং ভাল মানের লেখাগুলো ম্যাগাজিনে ছাপানো হবে ।
-ইমতিয়াজ আহমেদ খান