শুক্রবার ● ১৯ জুলাই ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » স্যামসাং এর নতুন এন্ট্রি লেভেল সলিড স্টেট ড্রাইভ!
স্যামসাং এর নতুন এন্ট্রি লেভেল সলিড স্টেট ড্রাইভ!
গেলো বছর নভেম্বরে স্যামসাং এর এসএসডি ৮৪০ সিরিজের ড্রাইভ এসেছিলো। তারই ধারাবাহিকতায় স্যামসাং ১৭ জুলাই ঘোষণা করে এর নতুন এন্ট্রি লেভেল সলিড স্টেট ড্রাইভ ৮৪০ ইভো। এসএসডি ৮৪০ আর এসএসডি ৮৪০ ইভো এর মূল তফাৎ টা হচ্ছে এসএসডি ৮৪০ অফার করছে ১ টেরাবাইট স্টোরেজ স্পেস যা কিনা আগেরটার তুলনায় দ্বিগুণ আর পারফরম্যান্স স্পীড ও বেশি!
৭ মিলিমিটার প্রশস্থ আর ২.৫ ইঞ্চি ডিজাইনের ড্রাইভটি সাপোর্ট করছে এস এস টি এ ৩ (৬ গিগাবাইট প্রতি সেকেন্ড পর্যন্ত)। স্যামসাং এর ভাষ্যমতে এসএসডি ৮৪০ ইভো ব্যাবহার করছে এর ঘন বিন্যাস্ত ১০ ন্যানো মিটার ক্লাস ১২৮ জিবি এনএএনডি ফ্ল্যাশ মেমোরি। এর ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে স্যামসাং বলছে, এসএসডি ৮৪০ ইভো এর গতি এসএসডি ৮৪০ সিরিজের চেয়ে দুই থেকে তিন গুন বেশি। ৫২০ মেগাবাইট প্রতি সেকেন্ড রাইটিং স্পীড আর ৫৪০ মেগাবাইট প্রতি সেকেন্ড রিড স্পীডের এই ড্রাইভটি অফার করছে ৯৮০০০ পর্যন্ত আইওপিএস। স্যামসাং কোম্পানির ভাষ্য যদি সত্যি হয়ে থাকে তাহলে এটি হবে বর্তমান বাজারের সব চেয়ে দ্রুতগতির সলিড স্টেট ড্রাইভ।
বাজারে পাওয়া যাবে ৫ ক্যাপাসিটির এসএসডি ৮৪০ ইভো, ১২০ জিবি, ২৫০ জিবি, ৫০০ জিবি, ৭৫০ জিবি এবং ১ টিবি এবং ব্যাবহার করা যাবে অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে, যেখানে রেগুলার হার্ড ড্রাইভ ব্যবহৃত হয়।
এখন পর্যন্ত এর দাম জানা না গেলেও, জানা গেছে এটি বাজারে পাওয়া যাবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে