শুক্রবার ● ১৯ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » সিরিয়ায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র!
সিরিয়ায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে সিরিয়ায় সামরিক হামলা চালানোর প্রস্তাব দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা।
সিনেটের শুনানিতে জয়েন্ট চিফস অব স্ট্যাফের চেয়ারম্যান মার্টিন ডেম্পসে জানান, তার বিশ্বাস সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আরও বছর খানেক ক্ষমতায় থাকবেন। বর্তমান পরিস্থতি বাশারের পক্ষে যাচ্ছে বলে মনে হচ্ছে।
এরই মধ্যে ওবামা প্রশাসন জানিয়েছে, তারা সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করবে। সিরিয়ায় সামরিক হামলা চালানো বা উড্ডয়ন নিষিদ্ধ অঞ্চল ঘোষণা থেকে বিরত রয়েছেন মার্কিন সিনেটররা।
প্রেসিডেন্ট ওবামার কাছে জেনারেল ডেম্পসে জানতে চেয়েছেন, যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ ‘চালাতে পারে’ বা ‘উচিত’ কিনা।
এর আগে সিরিয়ায় মার্কিন সৈন্য প্রেরণের ব্যাপারে সংশয়ে ছিলেন মার্টিন ডেম্পসে। তিনি বলেছেন, “সামরিক শক্তি প্রয়োগ করা হবে কিনা এ সিদ্ধান্ত নেবেন নির্বাচিত প্রতিনিধিরা।
জেনারেলে ডেম্পসে জানান, সিরিয়ায় ‘কিনেটিক স্ট্রাইকস’ করাসহ প্রস্তাব দেয়া হয়েছে প্রেসিডেন্ট ওবামাকে। মরণাস্ত্র ব্যবহারসহ সামরিক হামলা চালানোকে সামরিক ভাষায় ‘কিনেটিক স্ট্রাইকস’ বলা হয়।
সিরিয়ার যুদ্ধে জড়াতে যুক্তরাজ্য প্রস্তুত রয়েছে- ব্রিটিশ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তার এমন মন্তব্যের পর জেনারেল ডেম্পসে এমন প্রস্তাব দিলেন।
ডেম্পসের ডেপুটি অ্যাডমিরাল জেমস উইনেফেল্ড বলেছেন, অনেক অপশন (উপায়) রয়েছে। যদি ডাকা হয় তাহলে আমরা প্রস্তুত রয়েছি।
২০১১ সালের মার্চ থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে যুদ্ধ করছে বিদ্রোহীরা। প্রায় লাখ খানেক মানুষ নিহত হয়েছে দুই বছরের বেশি সময়ের এ যুদ্ধে। লাখো লাখো মানুষ হয়েছে আশ্রয়চ্যুত।