শুক্রবার ● ১৯ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » গণজাগরণ মঞ্চের বিক্ষোভ
গণজাগরণ মঞ্চের বিক্ষোভ
মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের রায়ের বিরুদ্ধে সরকার পক্ষের আপিলের দাবিতে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ করছে। শুক্রবার বিকেল পৌনে ৫টায় শুরু হওয়া গণজাগরণ মঞ্চের পূর্ব ঘোষিত এ সমাবেশে সভাপতিত্ব করছেন মঞ্চের মুখপাত্র ডা.ইমরান এইচ সরকার।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ সমাবেশে কয়েকজন বক্তা বলেন, সরকার যদি এই রায়ের বিরু্দ্ধে আপিল না করে তাহলে আমরা এর বিরুদ্ধে আপিল করবো। রাজাকারদের শিরোমণি গোলাম আযমের ফাঁসির রায় না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চ আন্দোলন চালিয়ে যাবে।
শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অস্থায়ী মঞ্চে উপস্থিত আছেন ব্লগার ও সাংবাদিক ইকরামুল হক শামীম, নারী নেত্রী বীণা সিকদার, শিপ্রা বোস, খুশি করীর, মুক্তিযোদ্ধা ফেরদোসী প্রিয়ভাষিণী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সঙ্গীতা ইমাম, মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী রোকেয়া করীর, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিম আরা মিনুসহ প্রগতিশীল ছাত্র নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বুধবার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার শুক্রবারের বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।