বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » আজ বাংলাদেশ কম্পিউটার সমিতির ২০১২-২০১৩ কমিটি গঠনের নির্বাচন (ভিডিও)
আজ বাংলাদেশ কম্পিউটার সমিতির ২০১২-২০১৩ কমিটি গঠনের নির্বাচন (ভিডিও)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের অন্যতম সংগঠন বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস ) এর কার্যনির্বাহী কমিটি : ২০১২-২০১৩ গঠনের জন্য আজ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় কমিটির জন্য ১৫ জন এবং ৭টি আঞ্চলিক কমিটির জন্য ৭ জন করে প্রার্থী প্রতিদ্বন্তিতা করছেন। প্রাথমিকভাবে প্রত্যেক কমিটির জন্য ৭ জন প্রার্থী সর্বোচ্চ ভোটের ভিত্তিতে নির্বাচিত হবেন। এর পর পদ বন্টন নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত কমিটি গঠন করা হবে। নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন - স্বদেশ রঞ্জন সাহা এবং এ বোর্ডের সদস্যরা হলেন : খন্দকার আতিক-ই-রব্বানী ও এ. এইচ. এম মাহফুজুল আরিফ। আপীল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন - আখতারুজ্জামান
মঞ্জু এবং এ বোর্ডের সদস্যরা হলেন : এস কবির আহমেদ ও কামরুল ইসলাম। ভোট গ্রহন সকাল ১০:০০মি. থেকে বিকাল ৪:০০মি. চলবে। ভোট গণনা শেষে আজই নির্বাচনের ফলাফল ঘোষণার কথা রয়েছে। নির্বাচিত প্রার্থীদের মধ্যে পদ বণ্টনের নির্বাচন ১৭ ডিসেম্বর ,নির্বাচনের ফলাফল বিষয়ে কোন আপত্তি থাকলে লিখিতভাবে তা দাখিলের শেষ দিন ১৮ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত, নির্বাচনের ফলাফল বিষয়ে কোন আপত্তি থাকলে তার উপর শুনানী এবং তা নিষ্পত্তি ২০ ডিসেম্বর সময় নির্ধারন করা হয়েছে।