বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যাচ্ছে বাংলাদেশ
৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যাচ্ছে বাংলাদেশ
কলাম্বিয়ার সান্তা মার্তা শহরে ১৮ থেকে ২৮ জুলাই অনুষ্ঠেয় ৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যোগ দেবে বাংলাদেশের চারজন খুদে গণিতবিদ। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে লাল-সবুজের পতাকা নিয়ে গণিতের এই মহাযজ্ঞে যাবে সারা দেশ থেকে বাছাই করা চার কৃতী শিক্ষার্থী। তারা হলো-ঢাকা কলেজের শিক্ষার্থী সৌরভ দাশ ও নূর মোহাম্মদ সফিউল্লাহ, ময়মনসিংহ আনন্দমোহন কলেজের শিক্ষার্থী মো. জাহিদুল হাসান ও ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থী আদীব হাসান। এ ছাড়া দলের সঙ্গে দলনেতা, উপদলনেতা হিসেবে যাবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কোচ ড. মাহবুব মজুমদার ও সাধারণ সম্পাদক মুনির হাসান। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি খুদে এ গণিতযোদ্ধাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে গতকাল (১৮ জুলাই) বৃহস্পতিবার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, সহ-সভাপতি অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবদ, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অনেকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে এবং ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় ২০১২ সালের ২৮ ডিসেম্বর কুমিল্লা আঞ্চলিক গণিত উৎসবের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশ জাতীয় গণিত দলের সদস্যদের অন্বেষণ। এরপর ১৭টি আঞ্চলিক গণিত উৎসবে অংশ নেয় প্রায় ২২ হাজার শিক্ষার্থী। আঞ্চলিক উৎসবে বিজয়ী ৯৪৬ জন শিক্ষার্থীকে নিয়ে গত ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকার সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত একাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেয়। অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির সেরা ২৮ জন শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয় নবম বাংলাদেশ গণিত ক্যাম্প। এ ক্যাম্পের ফলাফলের মাধ্যমে বাছাই করা ১১ জন শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ আইএমও টেস্ট। বাংলাদেশ গণিত দলের কোচ বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক ড. মাহবুব মজুমদারের সুপারিশ অনুসারে ৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ জাতীয় গণিত দলের চারজন সদস্য নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বিগত আটবারের অংশ নেওয়া বাংলাদেশ গণিত দল এ পর্যন্ত একটি রৌপ্যপদক, ছয়টি ব্রোঞ্জপদক ও ১৫টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। আইএমও এবং গণিত অলিম্পিয়াডের নানা খবর পাওয়া যাবে গণিত অলিম্পিয়াডের www.facebook.com/BdMOC ঠিকানার অফিশিয়াল ফ্যান পেইজে।