বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » জাপানের এনটিটি গ্রুপের প্রতিনিধিদলের সাথে বিসিএস কার্যনির্বাহী কমিটির মতবিনিময়
জাপানের এনটিটি গ্রুপের প্রতিনিধিদলের সাথে বিসিএস কার্যনির্বাহী কমিটির মতবিনিময়
বিসিএস সচিবালয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যনির্বাহী কমিটির সাথে জাপানের শীর্ষন্থানীয় তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী প্রতিষ্ঠান এনটিটি ডাটার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নে বিসিএসের সাথে এনটিটি ডাটার যৌথ উদ্যোগ গ্রহণের পাশাপাশি, দেশে সফ্টওয়্যার উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, বিজনেস প্রসেস আউটসোর্সিং নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির নানা উন্নয়ন কর্মকর্তা বিসিএসের ভূমিকা, তথ্যপ্রযুক্তির উন্নয়নে বিসিএসের কার্যক্রম, তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধিতে বিসিএসের উদ্যোগ, তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তি ছড়িয়ে দিতে বিসিএসের প্রচেষ্টা সম্পর্কে তুলে ধরার সমান্তরালে এনটিটি ডাটার বিনিয়োগের ক্ষেত্র নিয়েও আলোচনা করা হয়। সভায় এনটিটি ডাটা প্রতিনিধি দল বাংলাদেশে সফ্টওয়্যার উন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।
এনটিটি ডাটা গ্রুপ হচ্ছে বিশ্বের অন্যতম সেরা একটি তথ্যপ্রযুক্তি সংগঠন। জাপানের এই সংগঠনটির ৩৪টি দেশের ১৩৬ টি শহরে অপারেশন রয়েছে। তাদের মোটা কর্মীর সংখ্যা ২,২৫,০০০। এশিয়ায তাদের বৃহত্তম অপারেশন ভারতে। ভিয়েতনামেও তাদের একটি নিজস্ব আইসিটি কেন্দ্র রয়েছে। বাংলাদেশে প্রথম সফর করতে এসে এনটিটি ডাটার পক্ষ থেকে ভারতের মতো একটি বিপিও কেন্দ্র স্থাপন করার বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে। তারা বাংলাদেশী তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করারও ইচ্ছা প্রকাশ করেছে।
বৈঠকে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি জনাব মোস্তাফা জব্বারের নেতৃত্বে বিসিএস প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব মো: মঈনুল ইসলাম, মহাসচিব জনাব মো: শাহিদ-উল-মুনীর, পরিচালক জনাব মো: ফয়েজউল্যাহ খান এবং জনাব মজিবুর রহমান স্বপন। এনটিটি ডাটার পক্ষে ইমার্জিং মার্কেট গ্রুপের ডেপুটি ম্যানেজার উশিহিরো ইয়ানাগিসওয়া এবং বাংলা-বিজনেস পার্টনার্স জাপান-এর ব্যবস্থাপনা পরিচালক তুর ওজাকাকি অংশ নেন।