বুধবার ● ১৭ জুলাই ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » আসুসের নতুন গেমিং গ্রাফিক্স কার্ড
আসুসের নতুন গেমিং গ্রাফিক্স কার্ড
বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত আসুসের জিটিএক্স৬৬০টিআই-ডিসি২-২জিডি৫ মডেলের হাই-এন্ড গ্রাফিক্স কার্ড। এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৬৬০টিআই গ্রাফিক্স ইঞ্জিনের এই গ্রাফিক্স কার্ডটি পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডার্ডের এবং এতে রয়েছে ২ জিবি ডেডিকেটেড ভিডিও মেমোরী। এটি হাই-এন্ড গেম এবং গ্রাফিক্সের সব ধরনের রেন্ডার স্বচ্ছন্দ্যে পরিচালনা করতে পারে। এর সুপার এ্যালয় পাওয়ারের ফিচারটি নির্ভরতা, কার্যদক্ষতা এবং দীর্ঘ স্থায়িত্বের নিশ্চয়তা দেয়। এতে ডাইরেক্ট সিইউ-২ থার্মাল ফিচার থাকায় সাধারন কার্ডের তুলনায় ২০ ভাগেরও অধিক ঠান্ডা থাকে এবং জিপিইউ টুইক ফিচার থাকায় ব্যবহারকারী তার চাহিদানুযায়ী সহজেই গ্রাফিক্স কার্ডটির ক্লক স্পিড, ভোল্টেজ, ফ্যান পারফরম্যান্স নিয়ন্ত্রণ করতে পারে। এটি ডাইরেক্টএক্স ১১.১, এসএলআই মাল্টি-জিপিইউ, এইচডিসিপি সমর্থণ করে। এছাড়া এতে রয়েছে ডিভিআই আউটপুট, এইচডিএমআই আউটপুট, ডিসপ্লে পোর্ট প্রভৃতি ইন্টারফেস। মূল্য রাখা হয়েছে ৩২ হাজার টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড এটি বাজারজাত করছে ।