বুধবার ● ১৭ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » বগুড়ায় ২ পুলিশসহ ২০ জন আহত, আটক ৭
বগুড়ায় ২ পুলিশসহ ২০ জন আহত, আটক ৭
বগুড়ায় পুলিশের সঙ্গে ছাত্রশিবিরের পিকেটারদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ২ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৭ জন পিকেটারকে আটক করেছে।
বেলা ১১টার দিকে বগুড়া শহরের খাঁনদার এলাকায় হরতালের সমর্থনে ছাত্রশিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করে সড়ক অবরোধ করে। মিছিলে পুলিশ বাধা দিলে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এ সময় ছাত্রশিবিরের কর্মীরা ৬/৭টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৫ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।
পুলিশ সূত্র জানায়, সংঘর্ষ চলাকালে ছাত্রশিবিরের হামলায় পিএসআই জুলহাস ও কনস্টেবল রমজান গুরুতর আহত হন। আহত দুই পুলিশ সদস্য বগুড়া পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে ইসলামী ছাত্রশিবিরের প্রচার বিভাগ দাবি করে, ৩ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন ছাত্রশিবির কর্মী আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন।
সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান ব্যাপক সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সহিদ আলম বলেন, “অল্পের জন্য আমরা প্রাণে বেঁচে গেছি। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া জেলা সদরের সাবগ্রাম এলাকায় ছাত্রশিবির কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এছাড়া মঙ্গলবার দিবাগত রাতে শাহজাহানপুর থানাধীন বগুড়া-শেরপুর মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সা, অটোটেম্পু ও ১টি বাসসহ ২৫টি গাড়ি ভাঙচুর করেছে ছাত্রশিবিরের কর্মীরা।