সোমবার ● ১৫ জুলাই ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » বাংলাদেশের বাজারে ওরাকলের সর্বাধুনিক স্পার্ক সার্ভার
বাংলাদেশের বাজারে ওরাকলের সর্বাধুনিক স্পার্ক সার্ভার
বাংলাদেশের বাজারে এসেছে ওরাকলের সর্বাধুনিক টি৫ ও এম৫ সিরিজের স্পার্ক সার্ভার। এই সিরিজের সার্ভারে রয়েছে বিশ্বের সবচেয়ে গতিসম্পন্ন মাইক্রোপ্রসেসর। এটি আইবিএম এর সমজাতীয় পণ্যের চেয়ে তিন গুণ দ্রুতগতিসম্পন্ন। বাংলাদেশে এই পণ্যের লক্ষ্য টেলিযোগাযোগ, সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্য এবং আর্থিক খাত।
ব্যবসায় সফল হতে হলে এখন এমন সার্ভার দরকার যার পারফরম্যান্স ভালো কিন্তু সাশ্রয়ী। ওরকালে নতুন প্রজন্মেও এই সার্ভারগুলোও ঠিক তাই। বর্তমান বাজারে প্রচলিত যে কোন কোম্পানির সমজাতীয় সার্ভারের সাথে পারফরমেন্সের বিচারে এর কোন তুলনাই চলে না। এবছর ওরাকলের জন্য একটি অনন্য পণ্য এবং বাংলাদেশের বাজারে ওরাকলের উপস্থিতি বাড়াতেও এই পন্য দারুন ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ওরাকলের সিস্টেম সেলসের ভাইস প্রেসিডেন্ট রন গোহ।
ওরাকল এবং নন-ওরাকল যেকোন অ্যাপ্লিকেশনের সাথে এটি সমানভাবে কাজ করবে। ওরাকলের আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালক আহসান জাভেদ বলেন, এই পণ্যের ব্যাপারে আমরা অত্যন্ত আশাপ্রদ এবং এই পন্যকে পেছনে ফেলা যে কোন কোম্পানির জন্য নিঃসন্দেহে কঠিন হবে।
টি৫-৮ ওরাকল ডাটাবেসের দ্রুততম একক সার্ভার। দাম অনুযায়ী আইবিএম পি৭৮০ এর চেয়ে ২.৫ গুন ভালো পারফর্ম করে এই সার্ভার। এছাড়া ওরাকলসহ বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এতে ব্যবহার করা যায় যা এক করে তুলেছে অপ্রতিদ্বন্দী।