সোমবার ● ১৫ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০
গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কোটালীপাড়ার বর্ষপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, গত ২৭ জুন উপজেলার বর্ষাপাড়া সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। রোববার সভাপতি নির্বাচিত হন খালেদ বিন মুনসুর। সোমবার সকালে পরাজিত প্রার্থী মামুন সিকদারের সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থীর সমর্থকদের কথা কাটাকাটি থেকে সংঘর্ষে বেঁধে যায়।
এ সময় উভয় পক্ষই দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত ২০ জনকে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১০ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও বাকীদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।