সোমবার ● ১৫ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » গোলাম আযমের রায়কে ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা
গোলাম আযমের রায়কে ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা গোলাম আযমের রায় প্রদানকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যে কোন ধরনের নাশকতা এড়াতে ইতিমধ্যেই স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি ৠাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (ৠাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
রায়ের প্রতিবাদে ইতিমধ্যেই সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান, রায়কে কেন্দ্র করে জামায়াত যেন কোন ধরনের নাশকতা না চালাতে পারে সেই লক্ষ্যে পুরো রাজধানী জুড়েই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও টহল দেবে।
পুলিশের পাশাপাশি হরতালের আগের দিন রাতে রাজধানীতে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ শাখা থেকে জানানো হয়, পুলিশ ও র্যাবকে সহযোগিতা প্র্রদানের জন্য ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবি সদস্যদের রাজধানীতে নামানো হচ্ছে। তারা সচিবালয়, জাতীয় সংসদ ভবন এলাকা, শাহবাগ, পল্টন সহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেবে। এছাড়া রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় র্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।
উল্লেখ্য, গোলাম আযমের রায়কে সামনে রেখে ডাকা হরতালের সমর্থনে রোববার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকটি জায়গায় গাড়িতে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।
এর আগে গত মার্চে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়ের পর সপ্তাহজুড়ে সহিংসতায় ৬৭ জনের প্রাণহানি ঘটেছিল।