শনিবার ● ১৩ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে রোববার অবরোধ ডেকেছে আন্দোলনকারীরা
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে রোববার অবরোধ ডেকেছে আন্দোলনকারীরা
রোববার দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অবরোধ ডেকেছে বিসিএসসহ সবধরনের সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনকারী এ ঘোষণা দেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফের নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপ সমবেত ওপর হামলা চালায়। এতে মহসিন ও মাহবুব নামের দুই শিক্ষার্থী আহত হয়।
জানা গেছে, আহত মহসিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তিনি ঘটনাস্থলে যাননি।
ওমর শরীফ বলেন, “ক্যাম্পাসের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা সমবেত হচ্ছিল। তাদের তাড়িয়ে দিয়েছি।