সোমবার ● ১২ ডিসেম্বর ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিসিএস নির্বাচন ১৫ ডিসেম্বর শুরু
বিসিএস নির্বাচন ১৫ ডিসেম্বর শুরু
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের অন্যতম সংগঠন বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস ) এর কার্যনির্বাহী কমিটি : ২০১২-২০১৩ গঠনের জন্য আগামিকাল ১৫ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ কেন্দ্রীয় কমিটির জন্য ১৫ জন এবং ৭টি আঞ্চলিক কমিটির জন্য ৭ জন করে প্রার্থী প্রতিদ্বন্তিতা করছেন। প্রাথমিকভাবে প্রত্যেক কমিটির জন্য ৭ জন প্রার্থী সর্বোচ্চ ভোটের ভিত্তিতে নির্বাচিত হবেন। এর পর পদ বন্টন নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত কমিটি গঠন করা হবে।নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন - স্বদেশ রঞ্জন সাহা এবং এ বোর্ডের সদস্যরা হলেন : খন্দকার আতিক-ই-রব্বানী ও
এ. এইচ. এম মাহফুজুল আরিফ।
আপীল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন - আখতারুজ্জামান মঞ্জু এবং এ বোর্ডের সদস্যরা হলেন : এস কবির আহমেদ ও কামরুল ইসলাম।
নির্বাচন (ভোট প্রদান):
১৫ ডিসেম্বর ২০১১, বৃহস্পতিবার সকাল ১০:০০মি. থেকে বিকাল ৪:০০মি.
ভোট গণনা: ১৫ ডিসেম্বর ২০১১, বৃহস্পতিবার
নির্বাচনের ফলাফল ঘোষণা: ১৫ ডিসেম্বর ২০১১, বৃহস্পতিবার
নির্বাচিত প্রার্থীদের মধ্যে কর্মকর্তাদের পদ বণ্টনের নির্বাচন: ১৭ ডিসেম্বর ২০১১, শনিবার
নির্বাচনের ফলাফল বিষয়ে কোন আপত্তি থাকলে লিখিতভাবে তা দাখিলের শেষ দিন : ১৮ ডিসেম্বর ২০১১, রবিবার বিকাল ৫টা পর্যন্ত
নির্বাচনের ফলাফল বিষয়ে কোন আপত্তি থাকলে তার উপর শুনানী এবং তা নিষ্পত্তি: ২০ ডিসেম্বর ২০১১, মঙ্গলবার