বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » আহমদ শফীর গ্রেফতার দাবিতে রাজধানীতে মানববন্ধন
আহমদ শফীর গ্রেফতার দাবিতে রাজধানীতে মানববন্ধন
নারীদের স্বাধীনতা, শিক্ষা ও চাকরি সম্পর্কে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীর দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জনতার শক্তি ও নারীদের নিয়ে নিউজপোর্টাল অপরাজিতা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মের নামে নারীর প্রতি এই মধ্যযুগীয় অবমাননা মানিনা। আমরা শফীর এ রকম বক্তব্যের তীব্র নিন্দা জানাই।
মানববন্ধনে অংশ নিয়ে নাট্যকার রোকেয়া প্রাচী বলেন, আল্লামা শফীর মতো একজন ধর্মপ্রাণ মানুষ নারীদের নিয়ে এ ধরনের বক্তব্য দিতে পারেন না। এ বক্তব্যের তীব্র নিন্দা জানাই। এবং তাকে এ বক্তব্য প্রত্যাহারেরও আহ্বান জানাই।
তিনি বলেন, এ বক্তব্যে নারীদের অবজ্ঞা নয়, অপমানও করা হয়েছে। আল্লামা শফী ভুলে গেছেন, তিনি কোনো না কোনো নারীর গর্ভে জন্ম নিয়েছেন।
তিনি বলেন, মধ্যযুগের মতো নারীকে অবজ্ঞা করার কোনো কারণ নেই। নারীকে সংবিধানে এবং ইসলামে সমান অধিকার দেওয়া আছে। এই বক্তব্য দিয়ে তিনি নারীর অধিকার হনন করার চেষ্টা করছেন। এ ধরণের বক্তব্য দিয়ে শফী গোলাম আজমের চেয়ে আরও বড় ধরনের অপরাধ করেছেন।
তিনি এ কারণে আল্লামা শফির গ্রেফতারও দাবি করেন।
সঞ্চালন পরিষদের সাধারণ সম্পাদক গাজী এনায়েত হোসেন বলেন, আল্লামা শফী তার বক্তব্যে নারীদের চাকরি নিয়ে বিষোদগার করেছেন। অথচ এদেশের কলকারখানা ও অর্থনৈতিক চাকা সচল রাখে এই নারীরাই।
তিনি বলেন, শফী হেফাজতের নামে ধর্মীয় বিভেদ সৃষ্টি করে নারীদের একঘরে করার চেষ্টা করছেন। শফীর এই বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তার এ ধরনের বক্তব্য প্রত্যহার না করলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে নাট্য ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারীতে এক মাহফিলে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য বক্তব্য রাখেন হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী। তার এ বক্তব্য ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়ে।