সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ৩ ডিসেম্বর ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » ই-এশিয়া ২০১১- এর শেষ দিন
প্রথম পাতা » প্রধান সংবাদ » ই-এশিয়া ২০১১- এর শেষ দিন
৮৩৩ বার পঠিত
শনিবার ● ৩ ডিসেম্বর ২০১১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ই-এশিয়া ২০১১- এর শেষ দিন

আজ শেষ হচ্ছে ই-এশিয়া ২০১১
তারুণ্য উন্মাদনায় অতিবাহিত হলো তিন দিনব্যাপী আয়োজিত ই-এশিয়া ২০১১ এর দ্বিতীয় দিন। আজ সন্ধ্যায় সম্মেলনের সমাপনী ঘোষণা করবেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
এদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে শুক্রবার সকাল থেকেই আগ্রহী দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ছুটির দিন হওয়ায় গতকাল ভীড় ছিল বেশি। দর্শনার্থী আর প্রযুক্তিবিদদের মিলন মেলায় পরিণত হয়েছিলো সম্মেলন প্রাঙ্গন। 2.JPG
সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত দেশীয় ও আন্তর্জাতিক অসংখ্য আইসিটি ভিত্তিক প্রতিষ্ঠানের এই মিলনমেলা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে।
শুক্রবার মেলার দ্বিতীয় দিন দর্শনার্থী এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে ৬টি থিমের উপর ভিন্ন ভিন্ন বিষয়ে মোট ১২টি সেমিনার অনুষ্ঠিত হয়। থিমগুলো হলোঃ প্লেনারি, বিল্ডিং ক্যাপাসিটি, কানেক্টিং পিপল্, সার্ভিং সিটিজেন, ড্রাইভিং ইকোনমি এবং টেকনিকাল সেশন। সেমিনারগুলোতে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ব্যক্তিরা বক্তব্য প্রদান করেন। প্রতিটি ক্ষেত্রে তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে দ্রুত ও কার্যকরী উন্নয়ন সম্ভব এবং সারা বিশ্বকে আরও কাছাকাছি নিয়ে আসা যায়, সে বিষয়ে বক্তারা বিভিন্ন পন্থা এবং দিকনির্দেশনা তুলে ধরেন।

3.JPG
উল্লেখ্য, ৫ম বারের মতো আয়োজিত এশিয়ার অন্যতম প্রধান এই আইসিটি ভিত্তিক ইভেন্টটি বাংলাদেশে প্রথম আয়োজিত হচ্ছে। এই মহাসম্মেলনে দেশ ও বিদেশের শীর্ষস্থানীয় এবং বরেণ্য আইসিটি নেতৃবৃন্দসহ প্রায় ২০০০ এর মতো প্রতিনিধি অংশগ্রহণ করছেন। বিভিন্ন দেশের আইসিটি পণ্য ও সেবা প্রদর্শনী, আইসিটি নির্ভর উন্নয়ন সম্পৃক্ত বিভিন্ন সেমিনার, বহির্বিশ্বের নেতৃবৃন্দের নিকট বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা, ডিজিটাল উদ্যোগের জন্য পুরস্কার প্রভৃতি বিষয় এখানে অন্তর্ভুক্ত। সেই সাথে এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি সরকারের বিভিন্ন ডিজিটাল উদ্যোগও প্রদর্শিত হচ্ছে।

তিন দিনের এই আয়োজনে সমসাময়িক আইসিটি ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়ে ৩০টি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি এবারের প্রদর্শনীতে মালয়েশিয়া, শ্রীলংকা, জাপান ও থাইল্যান্ড, নেদারল্যান্ডের কান্ট্রি পাভিলিয়ন স্থান পেয়েছে। বাংলাদেশে আউটসোর্সিং কোম্পানিগুলো এখানে তাদের সক্ষমতা তুলে ধরতে পারছে।

আজ প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকছেন বিশ্বের শীর্ষ কম্পিউটার চিপ ও প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট ও ইন্টেল ওয়ার্ল্ড অ্যাহেড প্রকল্পের প্রধান জন ই-ডেভিস এবং বিশ্বের সবচেয়ে বড় ফ্রিল্যান্স কাজ করার ওয়েবসাইট ওডেস্ক ডটকম’র প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ম্যাট কুপার।
এবার ই-এশিয়া’য় প্রবর্তন করা হয়েছে ‘ই-এশিয়া ২০১১ পুরস্কার’। পুরস্কারের চূড়ান্ত পর্বের জন্য ৩৭টি উদ্যোগকে ফাইনালিষ্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। চারটি বিভাগে সর্বমোট ২০৭টি প্রকল্প ও প্রতিষ্ঠান থেকে এই মনোনয়ন বাছাই করা হয়েছে। গতকাল ২ ডিসেম্বর ই-এশিয়া সম্মেলনে ১৭টি প্রকল্প ও প্রতিষ্ঠানকে ‘ই-এশিয়া পুরস্কার ২০১১’ প্রদান করা হয়েছে।



প্রধান সংবাদ এর আরও খবর

৭৪টি ডিজিটাল প্রচারণাকে সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হলো ৮ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ৭৪টি ডিজিটাল প্রচারণাকে সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হলো ৮ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড
বিটিআরসিতে টেলিযোগাযোগ লাইসেন্স ও বিদ্যমান নেটওয়ার্ক টপোলজি সংস্কার বিষয়ক কর্মশালা বিটিআরসিতে টেলিযোগাযোগ লাইসেন্স ও বিদ্যমান নেটওয়ার্ক টপোলজি সংস্কার বিষয়ক কর্মশালা
শেষ হলো তিন দিনব্যাপী তরঙ্গ ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম শেষ হলো তিন দিনব্যাপী তরঙ্গ ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম
বইমেলায় তপন কান্তি সরকারের বই ‘নতুন বিশ্বের নতুন ক্যারিয়ার’ বইমেলায় তপন কান্তি সরকারের বই ‘নতুন বিশ্বের নতুন ক্যারিয়ার’
ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় সিজন ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় সিজন
বাজারে এআই সমৃদ্ধ লেনোভো’র নতুন ল্যাপটপ আইডিয়াপ্যাড স্লিম ফাইভআই বাজারে এআই সমৃদ্ধ লেনোভো’র নতুন ল্যাপটপ আইডিয়াপ্যাড স্লিম ফাইভআই
দারাজের রমজান ক্যাম্পেইন শুরু দারাজের রমজান ক্যাম্পেইন শুরু
আইএসপিএবি’র ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আইএসপিএবি’র ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
২০২৪ সালে দেশের অর্থনীতিতে উবারের অবদান ৫৫০০ কোটি টাকা ২০২৪ সালে দেশের অর্থনীতিতে উবারের অবদান ৫৫০০ কোটি টাকা
ড্যাফোডিল ইউনিভার্সিটি ও দীপ্তি’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এআই অলিম্পিয়াড ড্যাফোডিল ইউনিভার্সিটি ও দীপ্তি’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এআই অলিম্পিয়াড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
৭৪টি ডিজিটাল প্রচারণাকে সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হলো ৮ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড
বিটিআরসিতে টেলিযোগাযোগ লাইসেন্স ও বিদ্যমান নেটওয়ার্ক টপোলজি সংস্কার বিষয়ক কর্মশালা
শেষ হলো তিন দিনব্যাপী তরঙ্গ ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম
বইমেলায় তপন কান্তি সরকারের বই ‘নতুন বিশ্বের নতুন ক্যারিয়ার’
ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় সিজন
বাজারে এআই সমৃদ্ধ লেনোভো’র নতুন ল্যাপটপ আইডিয়াপ্যাড স্লিম ফাইভআই
দারাজের রমজান ক্যাম্পেইন শুরু
আইএসপিএবি’র ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
২০২৪ সালে দেশের অর্থনীতিতে উবারের অবদান ৫৫০০ কোটি টাকা
ড্যাফোডিল ইউনিভার্সিটি ও দীপ্তি’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এআই অলিম্পিয়াড