![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সনদ বিতরণ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সনদ বিতরণ
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) কর্তৃক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক, ইমেইল এবং ইন্টারনেট বিষয়ে প্রশিক্ষণ শেষে ১০ জুলাই প্রত্নতত্ত্ব অধিদপ্তর মিলনায়তনে সনদ বিতরণ করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মাহবুবা মাসকুর প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক মো: আবু বকর সিদ্দিক, ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান ও কনসালটেন্ট উপস্থিত ছিলেন। দক্ষিণ এশিয়ার পর্যটন উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রোগ্রামটি ২৬ জুন, ২০১৩ ডিআইআইটিতে শুরু হয়ে ৯ জুলাই ২০১৩ ইং পর্যন্ত চলে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে ২০ জন কর্মকর্তা অংশ নিয়ে সফলতার সাথে শেষ করেন।