বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » শাহবাগে শিক্ষার্থীদের আজও অবরোধ
শাহবাগে শিক্ষার্থীদের আজও অবরোধ
শাহবাগে আজও অবরোধ চলবে মেধাবিদের। বিসিএসসহ সব সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে বিকবৃহস্পতিবার সকাল ১১টায় শাহবাগে অবস্থান করবে আন্দোলনকারীরা। বুধবার শাহবাগ থেকে এ ঘোষণা দেয়া হয়।
এর আগে বুধবার আন্দোলনের মুখে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি ফল পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
বুধবার সকালে কোটা পদ্ধতি ও ৩৪তম প্রিলিমিনারি ফল বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের দাবি, এই পদ্ধতির জন্য বেশি নম্বর পেয়েও অনেকেই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় নির্বাচিত হতে পারেননি।
তারা জানান, বিসিএসে ৫৬ ভাগ কোটা আর মাত্র ৪৪ ভাগ মেধার জন্য। কোটা পদ্ধতির জন্য অনেকে বেশি নম্বর পেয়েও প্রত্যাশিত ফল পাচ্ছেন না। আন্দোলনকারীরা শুধুর বিসিএস নয়, সব ধরনের পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি সাধারণ ক্যাডারের ৪৪২টি পদসহ মোট দুই হাজার ৫২টি পদে নিয়োগ দিতে ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন দেয়া হয়। অনলাইনে আবেদন করেন দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী।
গত ২৪ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী এতে অংশ নেন। গত সোমবার এই পরীক্ষার ফল প্রকাশ করা হয় এবং মোট ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।