বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০১৩
প্রথম পাতা » আলোচিত সংবাদ » হেডফোন থেকে মোবাইল ফোনের চার্জ !
হেডফোন থেকে মোবাইল ফোনের চার্জ !
সৌরশক্তিচালিত হেডফোন দিয়েই এবার করা যাবে মোবাইল ফোন চার্জের কাজ।সম্প্রতি চার্জ দেওয়ার নতুন এ উপায়টি উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের অ্যান্ড্রু অ্যান্ডারসন নামের একজন গবেষক।
অ্যান্ড্রু জানিয়েছেন, তাঁর তৈরি প্রোটোটাইপ হেডফোনের ব্যান্ডে বসানো রয়েছে বিশেষ নমনীয় সৌর কোষ। এটি সূর্যশক্তি থেকে শক্তি সংগ্রহ করবে এবং তা চার্জে রূপান্তরিত করে মুঠোফোনের শক্তি উত্স হিসেবে কাজ করবে। এ হেডফোন শুধু গান বা কথা শোনার কাজে নয়, চার্জার হিসেবেও এটি ব্যবহূত হবে। হেডফোনের সঙ্গে যুক্ত লিথিয়াম আয়ন ব্যাটারিতে জমা থাকবে চার্জ।সৌরশক্তিনির্ভর হেডফোনটির নাম রাখা হয়েছে ‘অনবিট’।
ইতিমধ্যে কিকস্টার্টার নামের একটি ওয়েবসাইটে সম্প্রতি বিনিয়োগ চেয়ে প্রকল্প জমা দিয়েছেন তিনি। হেডফোনের উৎপাদন শুরু করতে তিনি চেয়েছেন দুই লাখ পাউন্ড। আর এ অর্থ পেলেই আগামী বছর থেকেই হেডফোনটির উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন অ্যান্ড্রু।