![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
বুধবার ● ১০ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » মুসলমানদের জন্য চালু হলো সার্চ ইঞ্জিন হালাল গুগলিং
মুসলমানদের জন্য চালু হলো সার্চ ইঞ্জিন হালাল গুগলিং
বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বীদের কথা বিবেচনা করে চালু হয়েছে নতুন একটি সার্চ ইঞ্জিন। নতুন এ সার্চ ইঞ্জিনের প্রতি আগ্রহী হয়ে উঠবে বলে মনে করেন বিশ্লেষকরা। সার্চ ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠানের বিবৃতিতে জানানো হয়, শীর্ষ দুই সার্চ ইঞ্জিন গুগল ও মাইক্রোসফটের বিংয়ের সেবার সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে। ফলে এ সার্চ ইঞ্জিনের মাধ্যমে একজন ব্যবহারকারী দুটি সার্চ ইঞ্জিনের প্রায় সব সেবাই নিতে পারবেন। তবে ইসলামী শরিয়াহ নিষিদ্ধ কোনো তথ্য দেখাবে না হালালগুগলিং। এ সার্চ ইঞ্জিনে বিশেষ ফিল্টার ব্যবহার করা হয়েছে। এ ফিল্টারই ইসলামের দৃষ্টিতে হারাম (অবৈধ) বিভিন্ন তথ্য দেখানো থেকে বিরত রাখবে। আর নতুন এই সার্চ ইঞ্জিন চালু হওয়ার মধ্য দিয়ে পাকিস্তানের ইন্টারনেটের ইতিহাসে নতুন অধ্যায়ের জন্ম হলো। কথা উঠেছে তারা সার্চ ইঞ্জিনে সফল হলে ইউটিউবের মতো আরও বড় কিছু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অনলাইনে সংস্করণ করবে। http://halalgoogling.com