বুধবার ● ১০ জুলাই ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিক্রয় ডটকম এর ইফতারি অফার
বিক্রয় ডটকম এর ইফতারি অফার
ফ্রি বিজ্ঞাপন দিন আর প্রতিযোগিতায় অংশ নিন। প্রতিদিন একজন বিজ্ঞাপনদাতা জিতে নেবেন দুইজনের ব্যুফে ইফতার ঢাকা রিজেন্সি হোটেলে ।রমজানের যেকোনো দিন তার বন্ধু সহ ব্যুফে ইফতারে যোগ দিতে পারবেন। বিজয়ীর ঘোষনা করা হবে ফেসবুক পেজ এ এবং ফোনে যোগাযোগ করা হবে। বিজয়ীর নাম ও ন্যাশনাল আইডি (অথবা ফটো আইডি ) নম্বর দিয়ে ঢাকা রিজেন্সি হোটেলে রিজারভেসন দেয়া হবে। বিজয়ী ফটো আইডি ও সেটার একটি ফটোকপি নিয়ে রমজানের যেকোনো দিন তার বন্ধু সহ ব্যুফে ইফতারে যোগ দিতে পারবেন। প্রতিযোগিতা শুরু হোবে ৫ই জুলাই এবং পুরো একমাস প্রতিযোগিতাটি চলবে।
প্রতিযোগিতায় অংশগ্রহনের নিয়মাবলী:
•সঠিক বিজ্ঞাপন দিন (নকল/জাল বিজ্ঞাপন গ্রহনযোগ্য নয়)।
•বিজ্ঞাপনে অবশ্যই আপনার সঠিক মোবাইল নম্বরটি ব্যবহার করুন (আপনি বিজয়ী হলে ঐ নম্বরেই, আপনার সাথে যোগাযোগ করা হবে)।
•বিজ্ঞাপনটি (URL) ফেসবুক পেইজে শেয়ার করুন।