![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
বুধবার ● ১০ জুলাই ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » “অ্যাভিরা ঈদ ভাবনা” বিষয়ক লেখা প্রতিযোগিতা
“অ্যাভিরা ঈদ ভাবনা” বিষয়ক লেখা প্রতিযোগিতা
ঈদ নিয়ে মানুষের ভাবনা চিন্তার অন্ত নেই। আর সেসব ভাবনা চিন্তাগুলোকে বন্ধু-বান্ধব কিংবা অন্য কারো সাথে শেয়ার করার মজাটাই আলাদা। ঈদ নিয়ে মানুষের বিভিন্ন ধরনের চিন্তা, ভাবনা, স্বপ্ন আর আগ্রহ নিয়ে এবার লেখা প্রতিযোগিতা আয়োজন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ‘অ্যাভিরা ঈদ ভাবনা’ বিষয়ক এই লেখা প্রতিযোগিতায় যে কোন বয়সের যেকোন ব্যক্তি অংশগ্রহন করতে পারবেন। প্রথমেই যেকোন প্রতিযোগীকে স্মার্ট টেকনোলজিস এর ফেসবুক ফ্যানপেজ https://www.facebook.com/SmartTechnologiesBD এ গিয়ে লাইক দিতে হবে। তারপর তার লেখাটি পেজের ওয়ালে পোস্ট করবেন। প্রত্যেকটি লেখার উপর মার্কিং এর ব্যবস্থা থাকবে। ৪০ নম্বর থাকবে আইসিটি জার্নালিস্টদের সমন্বয়ে গঠিত এডিটর প্যানেলের হাতে। বাকি ৬০ নম্বর থাকবে ফেসবুকে লেখাটির উপর পাঠকদের লাইক, কমেন্ট এবং শেয়ারিং এর উপর। প্রতিযোগিতার লেখা পোস্ট করা যাবে ২০শে রমজান পর্যন্ত। ২৩শে রমজান প্রতিযোগিতার চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হবে এবং ২৫শে রমজান পুরষ্কার হস্তান্তর করা হবে। ফলাফল ঘোষনার পূর্ব মুহুত্ব পর্যন্ত ফেসবুক এর লাইক ও শেয়ার বিবেচনা করা হবে। প্রতিযোগিতায় প্রথম বিজয়ী পাবেন ঈদ শপিং এর জন্য নগদ ৭,০০০ টাকা, দ্বিতীয় বিজয়ী পাবেন ৫,০০০ টাকা, তৃতীয় বিজয়ী পাবেন ৩,০০০ টাকা এবং পরবর্তী ৫ জন বিজয়ী প্রত্যেকে নগদ ১,০০০ টাকা করে পাবেন। বিস্তারিত: https://www.facebook.com/SmartTechnologiesBD