বুধবার ● ১০ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » তানভীর তারেকের মিডিয়া গসিপে পিয়া ও শম্পা
তানভীর তারেকের মিডিয়া গসিপে পিয়া ও শম্পা
একুশে টিভির সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি শো মিডিয়া গসিপ সাফল্যের সাথে প্রথম সিজনের ২০০ পর্ব শেষ করে দ্বিতীয় সিজনের প্রচার শুরু করেছে। আর দ্বিতীয় সিজনের দ্বিতীয় পর্ব প্রচার হবে (১১ জুলাই, বৃহস্পতিবার) একুশে টেলিভিশনে। যথারীতি সময়ের জনপ্রিয় সঙ্গীত পরিচালক তানভীর তারেক এর গ্রন্থনা ও সঞ্চালনায় এবারের পর্বের হট সীট অতিথি হিসেবে থাকছেন তরুন দুই জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। একজন চোরাবালি’র চলচ্চিত্রের অভিনেত্রী ও র্যাম্প মডেল পিয়া অন্যজন সুপার হিরো, সুপার হিরোইন বিজয়ী অভিনেত্রী শম্পা। নতুনদের ক্ষেত্রে চলচ্চিত্রে কি ধরনের সমস্যা ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেগুলোই অকপটে বলেছেন এই দুই নবাগতা। পাশাপাশি নতুন অভিনেত্রী হিসেবে নিজেদের স্ট্রাগলের কথাও বলেছেন তারা। পরিচিত অনেকের নাক সিটকানোর পরও কেন পিয়া চলচ্চিত্রে এলেন সেই গল্প বলেছেন অকপটে। পিয়া নিজের প্রেমের সরল স্বীকারোক্তিও করলেন মিডিয়া গসিপে। পাশাপাশি পরিচালক সোহানুর রহমান সোহান তার চলচ্চিত্রে শম্পাকে রাখার কথা দিয়েও কেন অন্যদের নিয়ে ছবি তৈরী করছেন তার ব্যাখ্যা দিলেন শম্পা।
এছাড়াও দ্বিতীয় সিজনের মিডিয়া গসিপের নিউজ ফ্ল্যাশ, হলিউড বলিউড গসিপ, মিডিয়া ফোকাস সহ বেশ কিছু নতুন সেগমেন্ট যোগ করা হয়েছে।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইসরাফিল শাহিন। প্রচার হবে রাত ৮ টা ২০ মিনিটে।