মঙ্গলবার ● ৯ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » লেবাননের গাড়ি বোমা বিস্ফোরণ
লেবাননের গাড়ি বোমা বিস্ফোরণ
মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে গাড়ি বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি।
হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত শিয়া অধ্যুষিত বীর আল-আবেদ এলাকায় এ হামলা চালানো হয় বলে লেনাবনের একটি টেলিভিশনের প্রতিবেদনে জানা গেছে।
একটি টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে বিস্ফোরণ স্থল থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল-আসাদকে সমর্থন জানিয়ে সেদেশের সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে যোগ দিয়েছে। এই ইস্যুতে লেবাননের জনগণের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। লেবানন জুড়েও প্রায়ই সহিংসতার ঘটনা ঘটছে।