মঙ্গলবার ● ৯ জুলাই ২০১৩
প্রথম পাতা » বিশেষ অফার » ক্যানন লেজার প্রিন্টারে সঙ্গে বিশেষ উপহার ।
ক্যানন লেজার প্রিন্টারে সঙ্গে বিশেষ উপহার ।
রমজান উপলক্ষ্যে বাংলাদেশে ক্যাননের পরিবেশক জেএএন এসোসিয়েটস ক্যানন এলবিপি ৩৫০০ (এ থ্রি সাইজ) লেজার প্রিন্টারের সঙ্গে দিচ্ছে একটি আর্কষনীয় ক্যানন ছাতা।
ক্যানন এলবিপি ৩৫০০ প্রিন্টারটির মূল বৈশিষ্ঠ্য হলো স্বচ্ছ ও দ্রুতার সাথে এ থ্রি কাগজে প্রিন্ট করা যায়। প্রিন্টারটিতে এ থ্রি কাগজে প্রিন্ট করার পাশাপাশি এ ফোর, লেটার এবং লিগ্যাল কাগজেও প্রিন্ট করা যায়। এছাড়া ১৫ পিপিএম স্প্রিডে এ থ্রি প্রিন্ট এবং ২৫ পিপিএম স্প্রিডে এ ফোর প্রিন্ট করা যায়। ক্যানন এ্যডভান্স প্রিন্টিং টেকনোলজি বা ক্যাপট থাকার ফলে অনান্য প্রিন্টারের চাইতে এলবিপি ৩৫০০ প্রিন্টারটি দ্রুত ডাটা প্রসেস করতে পারে।
প্রিন্টারটিতে অনান্য সুবিধার মধ্যে রয়েছে ১০ সেকেন্ডের কম সময়ে প্রথম প্রিন্ট, ৮ এমবি মেমোরি, ২৪০০ * ৬০০ ডিপিআই রেজুলেশন, ইউএসবি।
উল্লেখ্য, ক্যানন এলবিপি ৩৫০০ (এ থ্রি সাইজ) লেজার প্রিন্টারের সঙ্গে আর্কষনীয় ক্যানন ছাতা উপহারটি পাওয়া যাবে ঈদের আগের দিন পর্যন্ত।
ক্যানন এলবিপি ৩৫০০ (এ থ্রি সাইজ)। লেজার প্রিন্টারের বর্তমান মূল্য ৫০,০০০ টাকা।
এই প্রিন্টারটি পাওয়া যাচ্ছে জেএএন এসোসিয়েটস এর সকল ব্রাঞ্চ ও আউটলেটে। যোগাযোগ : জেএএন এসোসিয়েটস লি. ৮৬২৪১০২, ০১৬১৪-০০৬-০০৭