মঙ্গলবার ● ৯ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » বিশ্বাখ্যাত এন্টিভাইরাস ক্যাসপারস্কি ল্যাবের ২০১৪ সালের পণ্য সম্ভার অবমুক্ত
বিশ্বাখ্যাত এন্টিভাইরাস ক্যাসপারস্কি ল্যাবের ২০১৪ সালের পণ্য সম্ভার অবমুক্ত
দেশে ইন্টারনেটভিত্তিক সেবার পরিসর বাড়ছে। ব্যাংকিং সফটওয়্যার, ই-কমার্স, অনলাইন মিডিয়া, ই-গভর্ন্যান্স এবং তথ্য বিনিময়ে ইন্টারনেট এখন অপরিহার্য মাধ্যম। দেশের অনলাইন সংস্কৃতি এখন গুটি গুটি পায়ে এগোচ্ছে।তার প্রতিফলন হিসেবে বাংলাদশের এ অগ্রযাত্রাকে অভিনন্দন জানাতে ক্যাসপারস্কি ল্যাবের ২০১৪ সালের পণ্য সম্ভার অবমুক্ত করা হয়। ক্যাসপারস্করি ইতিহাসে ২০১৪ সালের পণ্য সম্ভারকে প্রথম দেশ হিসেবে বাংলাদেশে উন্মোচন করা হয়।
সাইবার ঝুঁকিতে দ্বিতীয় অবস্থানে ভিয়েতনাম। আর তৃতীয় অবস্থানে আছে আফগানিস্তান।বাংলাদেশ এখন বিশ্বের র্শীষ স্থান অবস্থান করচ্ছে। তাই
বিশ্বের শীর্ষ হ্যাকারদের সপ্তম লক্ষ্য এখন বাংলাদেশ। এ ছাড়াও প্রতিদিন ২ লাখ মেলওয়্যার ছড়াচ্ছে ওয়েবের মাধ্যমে। কথাগুলো জানালেন বাংলাদেশের ক্যাসপারস্কি পণ্য বিপণন প্রতিষ্ঠানের অফিসএক্সট্রাক্টসের সিইও প্রবীর সরকার।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার অ্যাম্বাসির হেড অব ইকোনমিক অ্যাফেয়ার্স এলিনা নিকোলিসেভা। এলিনা বলেন, এটা ক্যাসপারস্কিও এবং বাংলাদেশের জন্য একটি দারুণ মুহূর্ত। বাংলাদেশে ক্যাসপারস্কি ২০১৪ সিরিজের পণ্যেও প্রথম যাত্রাকে দেশেটির সম্ভাবনার কথাই বলে।