মঙ্গলবার ● ৯ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » শাহজালাল বিমানবন্দরে গুলি, ১ যাত্রী আটক
শাহজালাল বিমানবন্দরে গুলি, ১ যাত্রী আটক
যরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরের অভ্যন্তরীণ রুটের রিজেন্ট এয়ারওয়েজের কাউন্টারের সামনে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমিনুর হাসান (৪২)নামে একজনকে আটক করা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামগামী এক যাত্রীর লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র আনলোড করার সময় অসাবধানতাবশত গুলি বেরিয়ে যায়। গুলির শব্দে চারদিকে আতংক ছড়িয়ে পড়ে।
আটক যাত্রী আমিনুর হাসান নিবেদিতা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি রাজধানীর মিরপুরে বসবাস করেন।
এ প্রসঙ্গে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি মনিরুল ইসলাম ও শোয়েব আহমেদ বলেন, “মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানে (৭১৫ আরএক্স) আমিনুর হাসানের ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। দুপুর ৩টায় বিমানবন্দরে লাগেজ স্ক্যানারে অস্ত্রের বিষয়ে জানালে নিরাপত্তা কর্মীরা তাকে কাউন্টারে নিয়ে অস্ত্র পরীক্ষা করেন।
এ সময় পিস্তলটি (৭.৩২)আনলোড করতে গেলে অসাবধানতাবশত একটি গুলি বেরিয়ে যায়।
পরে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্য ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মীরা এসে তাকে আটক করে এবং অস্ত্রসহ বিস্ফোরিত গুলির খোসা, অবিস্ফোরিত ৬ রাউন্ড গুলি এবং লাইসেন্স জব্দ করে।
এ ঘটনায় অভ্যন্তরীণ কাউন্টারে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
আমিনুর হাসান বলেন, “তিনি ব্যবসার কাজে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। অস্ত্র জমা দেওয়ার সময় আনলোড করতে গেলে অসাবধানতাবশত একটি গুলি বিস্ফোরিত হয়।”
সর্বশেষ আর্মড পুলিশ ব্যাটালিয়নের বিমানবন্দর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।