মঙ্গলবার ● ৯ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » মুরসি সমর্থকদের ওপর গুলি, ৫১ জন নিহত
মুরসি সমর্থকদের ওপর গুলি, ৫১ জন নিহত
মিসরে রাজধানী কায়রোতে মুরসির ক্ষমতাচ্যুত করাকে কেন্দ্র করে চলামান বিক্ষোভে গুলিবর্ষণে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা রয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মুরসি সমর্থকরা প্রেসিডেন্টাল গার্ড ব্যারাকের সামনে বিক্ষোভ করার সময় সেনাবাহিনী তাদের ওপর গুলি চালায় বলে দাবি করছে মুসলিম ব্রাদারহুড। ওই ব্যারাকে মুরসিকে আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মুরসি সমর্থক মাহমুদ আল-শাল্লি বার্তা সংস্থা এএফপিকে জানান, প্রথমে রিপাবলিকান গার্ড বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে বেসামরিক পোশাকের একদল অস্ত্রধারী তাদের ওপর গুলি করে।
দেশটির সেনাবাহিনী একটি বিবৃতিতে ওই ঘটনার জন্য একদল অস্ত্রধারী সন্ত্রাসীদের দায়ী করেছে। ওই বিবৃতিতে সেনাবাহিনী আরো বলেছে, ব্যারাকে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশেই তারা এ ঘটনা ঘটিয়েছে।
এই ঘটনায় অন্তত ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও বিরোধীরা আবার নতুন করে কায়রো ও আলেকজান্দ্রিয়ার রাজপথে বিক্ষোভ করেছেন। কায়রোর তাহরির স্কয়ারে কয়েক লাখ জনতা মুরসিকে উৎখাতের সেনাবাহিনীর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে।
রাজধানীর নাসর সিটি এলাকায় কয়েক লাখ মুরসি সমর্থক তাকে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠা করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।