মঙ্গলবার ● ৯ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » সাভারে আবাসিক হোটেল থেকে যৌনকর্মীসহ আটক ৭৬
সাভারে আবাসিক হোটেল থেকে যৌনকর্মীসহ আটক ৭৬
সাভারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে যৌনকর্মী, খদ্দের ও হোটেলের কর্মচারীসহ ৭৬ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত সাড়ে ৭টায় সাভার বাজার বাসষ্ট্যান্ডে অবস্থিত হোটেল নিরালা ও সাভার ইন নামক দুটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের সদস্যরা।
যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে ২৪ জন নারী এবং ৫২ জন পুরুষ সদস্য রয়েছে।
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আবাসিক হোটেলগুলোতে নিয়মিত চলা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।