সোমবার ● ৮ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » শষ্যভান্ডার খ্যাত কৃষিভিক্তিক অঞ্চল বিরামপুরে ন্যাশনাল ব্যাংকের যাত্রা শুরু
শষ্যভান্ডার খ্যাত কৃষিভিক্তিক অঞ্চল বিরামপুরে ন্যাশনাল ব্যাংকের যাত্রা শুরু
দিনাজপুরের শষ্যভান্ডার খ্যাত কৃষিভিক্তিক অঞ্চল বিরামপুরে ন্যাশনাল ব্যাংকের ১৬৭তম শাখা আধুনিক ও অনলাইন ব্যাংকিং সুবিধা নিয়ে ৮জুলাই সোমবার যাত্রা শুরু করেছে।ব্যাংকটির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক একেএম শফিকুর রহমান। এ উপলক্ষ্যে রাজশাহী অঞ্চলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াসিফ আলী খানের সভাপতিত্বে ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্য রাখেন, রংপুর অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু,বিরামপুর পৌর মেয়র আজাদুল ইসলাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মন্ডল, উপজেলা বিএনপি সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ আলী মন্ডল, সাবেক পৌরমেয়র হোসেন আলী,স্বপ্নপুরীর এম.ডি দেলোয়ার হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমাস্ সভাপতি ও শিল্পপতি আব্দুল হাকিম মন্ডল, বিরামপুর শাখার ম্যানেজার রকিব উদ্দিন প্রমূখ। এতে বিরামপুর সহ পার্শ্ববর্তী উপজেলা সমুহের সূধী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।