রবিবার ● ৩০ অক্টোবর ২০১১
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » জবসের সমালোচনা কৌশলে এড়িয়ে গেলেন গেটস
জবসের সমালোচনা কৌশলে এড়িয়ে গেলেন গেটস
বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সাবেক সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কিছু কঠোর সমালোচনা কৌশলে এড়িয়ে গেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি রোববার এবিসি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তাদের পেশাগত প্রতিদ্বন্দ্বিতা ছিল ইতিবাচক।
জবসের নির্দেশে তার জীবনী লিখেছেন ওয়াল্টার ইসাকসন নামের এক ব্যক্তি। ওই জীবনীতে গেটসকে সৃজনশীল চেতনার পথে ততটা অনুপ্রেরণারযোগ্য নয় বলে বর্ণনা করা হয়েছে। এ নিয়ে গেটসের কাছে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়।
এবিসি গেটসের কাছে কিছু বিষয়ের উত্তর জানতে চেয়েছিল। প্রশ্নগুলো হল, ‘জবস মূলত বলেছেন, আপনি উদ্ভাবনী শক্তির অধিকারী নন। আপনি কোন কিছু আবিষ্কার করেননি এবং নির্লজ্জের মত অন্যের ধারণা চুরি করেছেন।’
এরপর গেটস বলেন, ‘স্টিভ ও আমি একসঙ্গে কাজ করতাম। আপনি জানেন, আমরা মাইক্রোসফট তৈরি করেছি।’
তিনি বলেন, ‘ত্রিশ বছর আমরা একসঙ্গে কাজ করেছি। তিনি আমার সম্পর্কে অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়েছেন এবং অনেক কঠিন বিষয়ও আপনাদের জানিয়েছেন।’
গেটস বলেন, ‘আমি স্টিভকে সম্মান করি। আমরা একসঙ্গে কাজ করেছি। আমরা একে অপরকে এমনকি প্রতিযোগী হিসেবেও প্রেরণা যুগিয়েছি। কোন কিছুতেই আমি আদৌ বিচলিত নই।’